শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ডিএমপি কমিশনারকে স্মারকলিপি প্রদান

এ জেড ভূঁইয়া আনাস : দায়িত্বরত সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার ডিএমপি কার্যালয়ের সামনে দুপুর ১২টার দিকে শুরু হওয়া মানবন্ধন পুলিশের অনুরোধে ১২টা ১৫ মিনিটে শেষ হয়। পরে দায়ি ব্যক্তিদের বিচার চেয়ে ডিএমপি কমিশনারের কাছে স্মারক লিপি দেয় কর্মরত সাংবাদিকরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডিএমপি কার্যালয়ের সামনে দুপুর ১২টায় মানববন্ধন শুরু করলে ডিএমপির উপ কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমানের অনুরোধে সাংবাদিকদের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। এরপর সাংবাদিকদের তরফ থেকে চার দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বরাবর প্রেরণ করা হয়।

এতে বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরাপার্সন নির্যাতনকারী পুলিশের শাস্তি। অতিতের ঘটা সকল সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও শাস্তি। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ডিএমপিতে কর্মরত পুলিশদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিতে ডিএমপিকে অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ক্র্যাবের সিনিয়র সদস্য দীপু সারোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, রাজু আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু দারদা জুবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য গোলাম মুজতোবা ধ্রুব, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার দিপন দেওয়ান, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার রাশেদ নিজাম প্রমুখ।

এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির রিপোর্টার আরমান কায়সার ও ক্যামেরাপার্সন আয়াতুল্লাহ মানিকের উপর চড়াও হয় মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন।

সংবাদ সংগ্রহের সময় পুলিশের এমন আচরণের প্রতিবাদে আজ মানববন্ধন ও স্মারক লিপি প্রধান করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়