শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে এশিয়ার মার্কিন মিত্র দেশগুলো

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ২০১৪সালে ইউক্রেন সংকট, সিরিয়া যুদ্ধ এবং ২০১৬সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কারণে রাশিয়ার প্রতিরক্ষা, অর্থ ও শক্তি শিল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। গত মার্চ মাসে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞার পরিমাণ আরো এক বছরের জন্য বৃদ্ধি করে। ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সাথেই বাণিজ্য সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর অবস্থান বেশ নড়বড়ে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

এ অবস্থানের বাইরে নেই এশিয়ার বিভিন্ন দেশও। রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকায় বেশ বিপাকেই পড়েছে ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মত দেশগুলো। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ভারত। তবে ২০১৬ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রায় ৬বিলিয়ন ডলারের চুক্তির ফলে দেশটি বেশ ঝুঁকির মুখে রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারত সামরিক ক্ষেত্রে অনেকটাই রাশিয়ার ওপর নির্ভরশীল। রাশিয়ার সহায়তা ছাড়া কোনোভাবেই ভারতের যুদ্ধযন্ত্র চলবে না। এমনকি যুক্তরাষ্ট্র যেভাবে আঞ্চলিক সহায়তা নিশ্চিত করতে চায় সেটি এ নিষেধাজ্ঞার ফলে সম্ভব নয় বলে জানান ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা।

এছাড়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মত দেশও বেশ শঙ্কার মুখে রয়েছে বলে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে সম্প্রতি ইন্দোনেশিয়া বিমানবাহিনীর জন্য সুখই-৩০ জঙ্গি বিমান ক্রয় করেছে। অন্যদিকে, ভিয়েতনামের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে দেশটির উপর বড় ধরণের অস্ত্র চুক্তি করার জন্য প্রবল চাপ রয়েছে। ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য মোকাবেলায় যুক্তরাষ্ট্রেরও অন্যতম ঘনিষ্ঠ মিত্র। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়