শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসসিও’র মাধ্যমে আঞ্চলিক স্থিতিশিলতা আনতে চায় চীন-পাকিস্তান

নূর মাজিদ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন সাংহাই কো-অপারেশন কাউন্সিল (এসসিও) কার্যকর করার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আনতে চীন ও পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সোমবার এসসিও ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নির্ধারিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেখানে উপস্থিত ছিলেন।

পররাস্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে সংগঠনটির বর্তমান মহাসচিব রাশিদ আলিমভ এবং এসসিও’র সন্ত্রাসদমন বিষয়ক বিশেষ কমিটির পরিচালক ইয়েভগেনি সেসোয়েভ উপস্থিত ছিলেন।

দিয়াউতেই এ অবস্থিত চীনের রাষ্ট্রীয় অথিতিশালায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসিফ বলেন, বৈঠকে ওয়াং ই জানিয়েছেন চীন এবং পাকিস্তান ঘনিষ্ঠ মিত্র এবং তারা একে অপরের পরীক্ষিত বন্ধু বলেই তিনি মন্তব্য করেছেন। বৈঠক চলাকালীন সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরলস চেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা দুজনেই এসসিও’র মাধ্যমে এই অঞ্চলে সন্ত্রাসবাদ নির্মূল এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিকে সম্মলন শেষে এসসিও পররাষ্ট্রমন্ত্রীরা গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে দেখা করেন। এসময় শি বলেন, ১৭ বছর আগে প্রতিষ্ঠিত এসসিও আজ আঞ্চলিক আস্থা, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করেছে। দ্যা ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়