শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:২১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকে আল নুরি মসজিদ পুন:নির্মাণে ৫০মিলিয়ন ডলার দান করছে আরব আমিরাত

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ইরাকের বিখ্যাত মসজিদ আল-নুরি পুন:নির্মাণে ৫০মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়া কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইউনেস্কোর সাথে সম্মিলিতভাবে এ সংস্করণের কাজ করা হবে বলেও জানা গেছে। দেশটির রাজধানী বাগদাদের জাদুঘরে একটি অনুষ্ঠান চলাকালে অষ্টম শতকের এই ইমারতটি পুন:নির্মাণের ঘোষণাটি দেয়া হয়।

এ প্রসঙ্গে আমিরাতের সংস্কৃতিমন্ত্রী আল কাবি বলেন, শুধু একটি মসজিদের পুন:নির্মাণই নয় বরং প্রাচীন সভ্যতা সংরক্ষণের বিষয় এটি ইরাকের তরুণদের জন্য আশার সঞ্চার করবে। বিশ্ব ঐতিহ্য ধরে রাখতে নতুন করে এ মসজিদটির পুন:সংস্করণ খুবই ভাল ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অর্থায়ন প্রসঙ্গে ইরাকের সংস্কৃতিমন্ত্রী ফারইয়াদ রাউয়ানজি বলেন, শুধুমাত্র প্রাচীন সভ্যতার সংরক্ষণই নয় বরং পুরো দেশের সংস্কৃতির জন্য এটি একটি পুনরুত্থান।

এ মসজিদটি পুন:নির্মাণ প্রসঙ্গে ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, ঐতিহাসিক স্থাপনাটি পুন:নির্মাণের জন্য অভূতপূর্ব সহযোগিতার মধ্য দিয়ে দেশটি সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে কিছুটা হলেও সক্ষম হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে মসুলে আইএস বিরোধী অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীরা মসজিদটি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয়। ১২ শতকে প্রতিষ্ঠিত এই মসজিদটি তার হেলানো মিনারের জন্য বিখ্যাত ছিলো। স্থাপত্যকলার এই বিশেষত্বের জন্য একে আল- হাদবা বা কুঁজওয়ালা মসজিদ নামেও শ্রদ্ধাভরে ডাকা হতো। বিগত ৮৫০ বছরের ইতিহাসে অনেক হানাদার বাহিনীর আক্রমণের সাক্ষী এই মসজিদটিকে সন্ত্রাসী গোষ্ঠী আইএস সম্পূর্ণরুপেই ধ্বংস করে দেয়। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়