শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:২০ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঘরে’র ছেলে সালাহই আজ রোমার সবচেয়ে বড় শত্রু!

স্পোর্টস ডেস্ক: ঘরের শত্রু বিভীষণ। মোহামেদ সালাহ আজ আক্ষরিক অর্থেই এএস রোমার কাছে ঘরের শত্রু বিভীষণের ভূমিকায়। মিশরীয় এই উইঙ্গার ২টি মৌসুম কাটিয়েছেন রোমায়। উজ্জীবিত পারফরম্যান্সে সেই দুই বছরেই রোমাকে আপন করে নিয়েছিলেন মিশরীয় উইঙ্গার। হয়ে উঠেছিলেন রোমার ‘ঘরের ছেলে’। নিয়তের ফেরে আজ সেই রোমাই তার প্রতিপক্ষ। শুধু প্রতিপক্ষ বললে ভুলই হবে। সালাহ আসলে আজ রোমার চরম প্রতিপক্ষ। সবচেয়ে বড় শত্রু!
আজ রাতেই যে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে সালাহ’র সাবেক ক্লাব রোমার মুখোমুখি হচ্ছে তার বর্তমান ক্লাব লিভারপুল। মৌসুমের শুরুতে লিভারপুল কিংবা রোমা, দুই ক্লাবের কারোরই হয়তো সুন্দরতম কল্পনাতেও ছিল না চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার। ভেতরে ভেতরে স্বপ্নটা থাকলেও সেটা কখনোই তারা প্রকাশ করেনি। আসলে প্রকাশ করার মতো সাহস ছিল না!
চ্যাম্পিয়ন্স লিগ মানেই ‘দৈত্য’দের টুর্নামেন্ট। বিশ্বসেরা ক্লাবগুলোরই একচ্ছত্র রাজত্ব। এক মৌসুম লিভারপুলও দৈত্য ছিল। বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাবটি। ফাইনাল খেলেছে ৭ বার। কিন্তু লিভারপুলের সেই দিন আর নেই। ২০০৮ সালের পর আর কখনো সেমিফাইনালে উঠতে পারেনি তারা।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, ফাইনাল মানেই যেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলগুলেঅ খেলবে! গত এক দশক ধরে এটাই আসলে নিয়ত হয়ে গেছে! গত এক দশক ধরে লিভারপুল-রোমার মতো ক্লাবগুলো দৃশ্যপটেই নেই। তাই ভেতরে ভেতরে স্বপ্ন থাকলেও তা প্রকাশ করার সাহস ছিল না লিভারপুলের। রোমার জন্য তো আরও না। সর্বশেষ, সেই ১৯৮৪ সালে সেমিফাই্নালে খেলেছে রোমা। এরপর বেশির ভাগ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগই পায়নি।
সেই রোমাই এবার রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের ‘সাক্ষাৎ দৈত্য’ বার্সেলোনাকে কুপোকাত করে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। সেটাও অবিশ্বাস্য এক রূপকথার গল্প লিখে। প্রথম লেগে ৪-১ গোলে হারার পরও দ্বিতীয় লেগে বার্সাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ চারে উঠেছে তারা।
অন্যদিকে লিভারপুলকোয়ার্টার ফাইনালে হারিয়েছে উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে। ড্র ভাগ্য এই দুটি দলকেই মুখোমুখি দাঁড় করিয়েছে দিয়েছে সেমিফাইনালে। মানে, লিভারপুল কিংবা রোমা, দুই দলের এক দল উঠছে ফাইনালে। তা কোন দলটি উঠবে ফাইনালে? উত্তর দেবে সময়। তবে ফুটবলবোদ্ধাদের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে লিভারপুল। এবং সেটা একমাত্র মোহামেদ সালাহ’র কারণে!

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এই মৌসুমে সালাহকে লিভারপুলের কাছে ৫০ মিলিয়ন ইউরোয় বিক্রি করে দেয় রোমা। সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে রোমা। হয়তো আরও ভালো করে বুঝতে পারবে মুখোমুখি দ্বৈরথের পর!
লিভারপুলের জার্সি কি জাদু করেছে কে জানে! ইংলিশ ক্লাবটির হয়ে সত্যিকার অর্থেই এই মুহূর্তে মোহামেদ সালাহ কল্পরাজ্যের ফুটবল খেলছেন। গত এক দশক ধরে বিশ্ব ফুটবলকে শাসন করছেন যে দুজন, সেই মেসি-রোনালদোকেও ছাপিয়ে বর্তমান পারফরম্যান্সের নিত্তিতে সালাহই এখন দুনিয়ার সবচেয়ে বড় তারকা!
লিগে রেকর্ড ৩১ গোল করে ইউরোপিয়ান সোনার জুতো পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনিই। এই সালাহ জাদুতেই লিভারপুল জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। শুধু সেফিাইনালে উঠাই নয়, সালাহ-জাদুতে চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে হারের স্বাদই পায়নি লিভারপুল। ম্যান সিটির বিপক্ষে শেষ আটের দুই লেগেই গোল করেছেন সালাহ। সব মিলে টুর্নামেন্টে ১০ ম্যাচেই ৮ গোল করেছেন তিনি। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৫ গোল করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।
আজ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের প্রথম লেগে নামার আগে রোমার কোচ ইউসেবিও ডি ফ্রান্সেস্কোর ভাবনাজুড়ে তাই শুধু সালাহ! মিশরীয় এই উইঙ্গারকে মোকাবিলা করার জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছেন বলে জানিয়েছেন রোমা কোচ। গত মৌসুমে সালাহ যখন রোমায় ছিলেন, ডি ফ্রান্সেস্কো তখন কোচ ছিলেন সাসসুয়োলোর।
ফলে সালাহর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তার আছে। সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে ডি ফ্রান্সেস্কো বলেছেন, ‘সালাহ কতটা উঁচু মানের খেলেয়ায়াড়, সেটা খুবই পরিস্কার। তবে এটা ভুলে গেলে চলবে না যে, তার মুখোমুখি হওয়ার প্রস্তুতি আমি ইতালিতেও নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের খেলোয়াড়েরা তাকে খুব ভালো করো চেনে-জানে। যা আমাদের জন্য বাড়তি সুবিধা।’
এক বছরও হয়নি সালাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন এডিন জেকো, আলেসান্দ্রো কোলারভ, লরেঞ্জো পেলেগ্রিনিরা। তারা জানেন কি সালাহ’র দুর্বলতা কেথায়। ডি ফ্রান্সেস্কো আশাবাদী তার শিষ্যরা ঠিকই ‘ঘরের শত্রু বিভীষণ’ সালাহকে রুখে দিতে পারবে।
ওদিকে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও রণপরিকল্পনা সাজাচ্ছেন সালাহকে কেন্দ্র করেই। সালাহও নিশ্চিতভাবেই সাবেক ক্লাবের সর্বনাশ করার স্বপ্নে বিভোর। ফলে কাগজে-কলমে লিভারপুল-রোমার দ্বৈরথ হলেও আজকের দ্বৈরথটার পোষাকি নাম রোমা বনাম সালাহ’র লড়াই!
সেই লড়াই রোমা জেতে নাকি সালাহ, সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়