শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:২৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অান্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা একেবারে মরে যায়নি : মান্না

রুহুল অামিন : নাগরিক ঐকের অাহবায়ক ও সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের ইতিহাস অান্দোলনের ইতিহাস। এদেশের যা অর্জন তা সম্ভব হয়েছে অান্দোলনের মাধ্যমে।  এদেশে অান্দেলনের গুরুত্ব ও প্রয়োজনীতা একেবারে মরে যায়নি  তা প্রমাণ করেছে কোটা সংস্কার অান্দোলন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিঅাইপি লাউঞ্জে বাংলাদেশ মানবাধিকার অান্দোলন ব্যানারে অায়োজিত "বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার অাইনের শাসন ও গণতন্ত্র " শীর্ষক মুক্ত অালোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
অান্দোলনের মত অান্দোলন না করতে পারলে সরকারও গুরুত্ব দেয় না  দাবী করে বিএনপির উদ্দেশে মান্না বলেন, ‘বিএনপিকে সেটা মনে রাখতে হবে। কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে হবে। ঐকের গুরুত্ব এখন বুঝতেছে তবে ঐক যাই হোক অাসল কাজটা বিএনপিকেই সামনে থেকে করতে হবে। সরকার বেগম জিয়ার সাথে যে ব্যবহার করছে তার প্রতিবাদ করে বলতে চাই এসব ভালো হচ্ছে না।’
কারারুদ্ধ  বেগম খালেদা জিয়ার মুক্তির  প্রসঙ্গ টেনে তিনি বলেন,  ‘অাইনী মোকাবিলা করে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে পারবেন এটা যদি মনে করে বিএনপির নেতারা। তাহলে অামি বলবো বিএনপি ভুল পথে অাছে,  ভুল ভাবছে।  অাপনারা বিএনপি অাইনী মোকাবিলা করে বেগম জিয়াকে কারামুক্ত করতে পারবেন না।  তাকে কারামুক্ত করতে পারবেন, যদি হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে অান্দেলন করে সরকারকে বাধ্য করতে পারেন তাহলে অাওয়ামী লীগ সরকারের কারাগার থেকে বেগম জিয়াকে মুক্ত করতে পারবেন।’
শেখ হাসিনা সরকার বর্তমানে  অতীতের যে কোন সময়ের চেয়ে দুর্বল ও দিশেহারা অবস্থায় অাছে দাবী করে মান্না বলেন, ‘বিএনপি এবার নির্বাচনে যাবে এটা অনেকটা বুঝা যাচ্ছে সরকার যদি বিএনপির সবনেতাকেও কারারুদ্ধ করে তাহলে সর্বশেষ যিনি থাকবেন তার নেতৃত্বে হলেও তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে এটা অনেকটা স্পষ্ট অামি বলি বিএনপিকে ভোটের মাঠে জয় পেতে নেতাদের বেশি কিছু করতে হবে না মানুষ সরকার ও অাওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ সরকার যা করেছে তা মানুষের মাঝে তুলে ধরুন তাতেই দেখবেন এ সরকারের ভোটে ভরাডুবি হবে। ’
তিনি বলেন, ‘এসরকারের পতন ঘটাতে গণঅভ্যুত্থানের বিকল্প ভাবলে হবে না।  অাপনার যদি জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন তাহলে অাপনাদের সাথে অামিও অাছি, অামিও রাস্তায় নামবো। গণতন্ত্র মানি কি?  পাঁচবছর একদিন একটা ভোট দেওয়ার অধিকার।  অাওয়ামী লীগ ক্ষমতায় কি?  বিএনপি ক্ষমতায় কি? যে দল  সরকারে থেকে ষোলকোটি মানুষের অধিকার দেবে গণতন্ত্র  দিবে মানুষে কথা বলার সুযোগ দিবে তারা যদি অামায় ঢাকে সেই ঢাকে অামি সাড়া দেবো কিন্তু কোন সরকার বা দল কেউ তো সে দায়িত্ব নিচ্ছে না।  নিজেদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারছেনা দল ও সরকারও চাইছেনা। ’
সরকারের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অামাদের দেশ থেকে প্রতিদিন ২হাজার মানুষ চিকিৎসা নিতে ভারতে যায়। অামার প্রশ্ন হচ্ছে কেন? ভারতে গিয়ে চিকিৎসা নিতে হবে।  চিকিৎসা  পাওয়া তো জনগণের  মৌলিক অধিকারের মধ্যে পরে।  জনগণের চিকিৎসা  পাওয়ার অধিকারও অন্যান্য মৌলিক অধিকারের মত  সরকার বঞ্চিত করে চলেছে। তার অর্থ হচ্ছে অামাদের সরকার জনগণের অধিকার নিয়ে উদাসীন তারা জনগণের দায়িত্ব যথাযথ পালন করছে না।  জনগণে মৌলিক  অধিকার দিচ্ছে না সরকার ।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়