শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা পাননি আমির, ইংল্যান্ড সফরে বিলম্ব

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য গতকাল আয়ার‌্যরান্ডের উদ্দেশ্য দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি তারকা পেসার মোহাম্মদ আমির। ব্রিটিশ হাইকমিশন তাকে ভিসা না দেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই তিনি ভিসা পেয়ে যাবেন এমন আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য তার ভিসার কপি আজ মঙ্গলবারের মধ্যেই সংগ্রহ করার কথা আছে। পেয়ে গেলেই বুধবারে দেশ ছাড়তে পারবেন।

আমিরের ভিসা জটিলতার কারণ একটু ভিন্ন। পাকিস্তান দলের হয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভিসা আবেদনের পাশাপাশি স্পাউস ভিসার জন্যও আবেদন করেছিলেন। যাতে করে ভবিষ্যতে তিনি ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন। সেটা নিয়ে ব্রিটিশ হাইকমিশন কিছুটা দ্বন্দ্বে পড়েছিল। যার ফলে ভিসা দিতে দেরি করছে তারা। আমিরের ভিসা পাওয়া নিয়ে পিসিবি জানিয়েছে, ‘আমির দলের সঙ্গে যায়নি। আমরা তার ভিসার জন্য এখনো অপেক্ষা করছি। আশা করছি বুধবারের মধ্যেই সে ভিসা পেয়ে যাবে। ভিসা পেলেই সে রওয়ানা হবে।’

২০১০ সালের লডর্স টেস্টের ফিক্সিংয়ে জড়িত থাকায় আমির যুক্তরাজ্যে কারাবরণও করেছেন। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ২০১৪ সালে তিনি যুক্তরাজ্যের ভিসার আবেদস করলেও সেটা বাতিল হয়ে যায়। এরপর ২০১৬ সালে পাকিস্তান দলের হয়ে ইংল্যান্ড সফরের সময় দেরিতে হলেও ভিসা পেয়েছিলেন। ঐ বছরই তিনি পাকিস্তানী বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন। সে কারণে মাঝে মধ্যেই তিনি যুক্তরাজ্যে যাওয়া-আসা করেন। সর্বশেষ গত বছর খেলেন কাউন্টি ক্রিকেটে এবং পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়