শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারানো শিশুর সন্ধান দিল পোষা কুকুর

বাসা থেকে বের হয়ে তিন বছরের আরোরা সবার অলক্ষ্যে জঙ্গলে চলে যায়। বিষয়টি কেউ লক্ষ না করলেও পোষা কুকুরটি ঠিকই খেয়াল করে পেছন পেছন যায়। এভাবে ১৬ ঘণ্টা তাকে দেখে রাখে ম্যাক্স নামের কুকুরটি। বাড়ির লোকজন আর পুলিশ খোঁজাখুঁজি করলে কুকুরটি তাদের পথ দেখিয়ে শিশুটির কাছে নিয়ে যায়। গত শুক্রবার বেলা তিনটার দিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আরোরা। শনিবার সকাল আটটার দিকে পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিবিসি গতকাল এ খবর দেয়।
১৭ বছর ধরে শিশুটির পরিবারের সঙ্গে রয়েছে ম্যাক্স নামের কুকুরটি। আরোরা যখন জঙ্গলের ভেতর চলে যায়, তার পেছন পেছন যায় কুকুরটি। একসময় রাত নেমে আসে। আরোরাকে পাহারা দিতে সেখানেই রয়ে যায় ম্যাক্স। কুকুরটি কানে শোনে না, চোখেও স্পষ্ট দেখে না।

আরোরার নানি লেইসা ম্যারি বেনেট অস্ট্রেলীয় গণমাধ্যমকে বলেন, আরোরাকে যেখানে পাওয়া গেছে, তা বাসা থেকে দুই কিলোমিটার দূরে। সেখানে পৌঁছে তিনি আরোরার কান্না শুনতে পান। তিনি বলেন, ‘পাহাড়ের উপরে উঠে আসার পর কুকুরটি আমার কাছে ছুটে আসে এবং সোজা আরোরার কাছে নিয়ে যায়।’ নাতনিকে পেয়ে আনন্দে চিৎকার করে কাঁদছিলেন তিনি। বলেন, আরোরার খুবই প্রিয় এই কুকুর। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। এমনকি আরোরা ঘুমায়ও কুকুরটিকে সঙ্গে নিয়ে। সুত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়