শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি আটক

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে অপারেশন পরিদর্শক রাজু আহমেদ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের সমন্বয়ে বিশেষ একটি দল বাহারছড়ার উত্তর শীলখালীতে অভিযান চালিয়ে শফি উল্লাহর মেয়ে সাদিয়া সোলতানা উষ্মী (৭) এর ধর্ষণ ও হত্যা মামলার আসামি ও জাকির হোসেনের ছেলে মো. আজিজ উল্লাহ (১৮) কে আটক করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আটক আসামিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার দেবের আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, টেকনাফ বাহারছড়ার উত্তর শিলখালীর গহীন পাহাড়ে লতায় প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর পূর্বে তাকে ধর্ষনের অভিযোগ উঠে। রবিবার বিকালে গহীন পাহাড়ে লতা দিয়ে প্যাচানো ঝুলন্ত অবস্থায় সাদিয়া (৭) এর রক্তান্ত মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও আত্মীয়স্বজনকে খবর দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়