শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার টরেন্টোতে জি-৭ দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

নূর মাজিদ: রোববার কানাডার রাজধানী টরেন্টোতে শিল্পোন্নত ৭টি দেশের শীর্ষ সংস্থা জি-৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক মঙ্গলবার পর্যন্ত চলবে। জি-৭ভুক্ত এই দেশগুলি হলো কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও ইতালি।

রোববার বৈঠক শুরুর দিনই রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়াকে কিভাবে মোকাবেলা করা যায় এ নিয়ে দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এসময় তারা রাশিয়ার অস্থিতিশীল ব্যবহার নিয়ন্ত্রণে ক্রমাগত চাপ প্রয়োগের পাশাপাশি আলোচনার দ্বার উম্মুক্ত রাখার ব্যাপারেও একমত হয়েছেন। মূল আলোচনার পাশাপাশি এই বৈঠকে ভেনিজুয়েলা এবং মিয়ানমারের রাজনৈতিক সঙ্কট নিয়েও আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এসব কথা জানানো হয়।

এদিকে সম্মেলন শেষে দেয়া এক সম্মিলিত বিবৃতিতে জি-৭ দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়াকে পশ্চিমাদের স্বার্থের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া যদি বৃহৎ শক্তি হিসেবে তার ন্যায্য মর্যাদা পেতে চায় তবে তাকে অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে হবে’।

সম্মেলনে যোগ দিয়েই জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সিরিয়া সঙ্কট সমাধানে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়াতে রাশিয়া এবং ইরান বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, জেনেভা প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনার পেছনে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা তাদের একনিষ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। এসময় তারা নিজ নাগরিকদের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলা চালানোয় বাশার আল আসাদের সরকারের তীব্র সমালোচনাও করেন। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়