শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সীমান্তে আরো ৭টি বিমানঘাটি নির্মানের ঘোষণা ভারতের

আসিফুজ্জামান পৃথিল : ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে যে দেশের বিমানবাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে বর্তমান আটটি অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের (এএলজি) পাশাপাশি চীনের সঙ্গে সীমান্ত এলাকায় আরো সাতটি এয়ারফিল্ড নির্মাণ করা হবে।
বিমানবাহিনীর ‘গগনশক্তি’ মহড়া দেখার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সীতারামন বলেন, ‘আধুনিকায়নের অংশ হিসেবে অরুনাচল প্রদেশে এএলজিগুলো আরো উন্নত করা হবে। সবগুলো উন্নত করার সংখ্যাও বাড়াবো।’
বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর একটি সুখয় সু-৩০ ও সি-১৭ গ্লোবমাস্টার সম্প্রতি সক্রিয় হওয়া পসিঘাট এএলজি’তে অবতরণ করে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্রর সিং ধনোয়া বলেন, ‘সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে অরুনাচল প্রদেশে মিলিটারি অপারেশনের জন্য আরো সাতটি এএলজি নির্মাণ করা হবে। ভারতের পূর্বকোণের এই রাজ্যে বর্তমানে আটটি এএলজি রয়েছে।
গত মাসে বিমানবাহিনীর ভারি পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার তুতিং এএলজি-তে অবতরণ করে। চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে এই এএলজি’র দূরত্ব মাত্র কয়েক মাইল।
২০০৯ সালে ভারত চীনের সঙ্গে সীমান্ত এলাকায় আটটি এএলজি নির্মাণের কাজ শুরু করে। অরুনাচল প্রদেশের আটটি এএলজি’র মধ্যে ছয়টির কাজ শেষ হয়েছে। অন্যদিকে তাওয়াংয়ে একটি কাজ প্রায় শেষের পথে। বিজয়নগরের কাজও শিগগিরই শুরু হবে। বেশিরভাগ এএলজিতে সুখয় ও গ্লোবমাস্টার অবতরণ করিয়েছে ভারতীয় বিমান বাহিনী। - সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়