শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:১৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

লিহান লিমা: সরকার-বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গেসান। ১০ বছর প্রেসিডেন্ট থাকার পর প্রধানমন্ত্রী পদের স্বাদ পেতে না পেতেই তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং কর্তৃত্ববাদিতার অভিযোগ আনা হয়েছিল।

সার্গসানের ক্ষমতা পুনর্দখলের প্রতিবাদে ১১ দিন ধরে রাজধানী ইয়েরেভানের রিপাবলিক স্কয়ারে জনগণ এই বিক্ষোভ করে। নিজের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে সার্গেসান বলেন, ‘এই পরিস্থিতির অনেক সমাধান আছে। কিন্তু আমি তা না করে আপনাদের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়ছি।’

এর আগে আন্দোলনের নেতৃত্বদানকারী ও দেশটির বিরোধী দলিয় নেতা নিকোল পাশিয়ানকে রোববার আটক করা হয় কিন্তু সোমবারই তাকে মুক্ত করে দেয়া হয়। মুক্ত হওয়ার পর পাশিয়ান বলেন, ‘আমরাই জয় পেয়েছি।’ এর কিছুক্ষণ পরই সার্গেসান পদত্যাগের ঘোষণা দেন।

সাবেক প্রেসিডেন্ট সার্গেসান ক্ষমতায় থাকাকালে আর্মেনিয়ার প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা চালু করেন। এবং এরপর পদত্যাগ করে প্রধানমন্ত্রী হন। অন্যদিকে দেশটির জনগণ নতুন নেতৃত্ব ও পরিবর্তনের দাবি করছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটি ১৯৯১ সালে স্বাধীন হয়েছিল। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়