শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১১:১৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ২২৬ টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মোট ভোটকেন্দ্র ২৮৯টি। এর মধ্যে ২২৬টিকে ঝুঁকিপূর্ণ এবং ৬৩টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

২৮৯ টি ভোট কেন্দ্রে থাকবে পাঁচহাজার পুলিশ সদস্য ও ৩১টি ওয়ার্ডে থাকছে ৩১টি পুলিশের বিশেষ মোবাইল টিম। নির্বাচন কে সামনে রেখে ৩১ টি ওয়ার্ডে থাকবে ৩১ জন ম্যাজিস্ট্রেট।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা সদর থানার ৮৬টি কেন্দ্রের মধ্যে ৬৫টি ঝুঁকিপূর্ণ ও ২১টি সাধারণ, লবণচরা থানার ১৫টি কেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ ও ৫টি সাধারণ, সোনাডাঙ্গা থানার ৭০টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ঝুঁকিপূর্ণ ও ১৫টি সাধারণ কেন্দ্র। খানজাহান আলী থানার ৪টি কেন্দ্রের মধ্যে ২টি ঝুঁকিপূর্ণ ও ২টি সাধারণ, দৌলতপুর থানার ৪২টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ এবং খালিশপুর থানার ৭২টি কেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ ও ২০টি সাধারণ কেন্দ্র।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ এবং সাধারণ প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে সে অনুযায়ী পুলিশের সংখ্যা চূড়ান্ত করা হবে।

ভোট কেন্দ্রগুলোতে মোট প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। বাইরের জেলা থেকে পুলিশ আনতে হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৪ জন করে আনসার ও সাধারণ কেন্দ্রে ১০ জন করে আনসার দায়িত্ব পালন করতে পারে।

পুলিশ কমিশনার জানান, নির্বাচনকে সামনে রেখে ২০ এপ্রিল থেকে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এরপর ১/২ দিন বিরতি দিয়ে আবার ১২ মে পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। প্রার্থীদের তৎপরতাও পুলিশ নজরদারি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়