শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি সামরিক বাহিনীকে আরো শক্তিশালী হওয়ার তাগিদ

রাশিদ রিয়াজ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশের সামরিক বাহিনীকে অবশ্যই আরো শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন হতে হবে। এ ক্ষেত্রে সামরিক বাহিনী অতীত অভিজ্ঞতার সুযোগ নিতে এবং যুবশক্তির ওপর নির্ভর করতে পারে।

রোববার ইরানের সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা এসব কথা বলেছেন। এ সময় তিনি ইরানি সামরিক বাহিনীর যোগ্যতা ও মূল্যবান অভিজ্ঞতার প্রশংসা করেন। এছাড়া, ইরানি সামরিক বাহিনীর তরুণ সদস্যদের ভবিষ্যত নিয়েও তিনি ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, “এ পর্যন্ত যেসব উন্নতি সাধন করা হয়েছে তা অবশ্যই অব্যাহত রাখতে হবে যাতে আগামীর সামরিক বাহিনী আরো ভালো ও বেশি বিপ্লবী হয়।” সামরিক বাহিনীর উন্নয়নে তিনি ইরানের তরুণ সেনা সদস্যদেরকে তাদের সমস্ত পদক্ষেপ, প্রচেষ্টা ও সক্ষমতাকে ব্যবহার করার আহ্বান জানান।

এর আগেও আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছন এবং সামরিক বাহিনীর যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সামিরক বাহিনীর শক্তি বেড়ে চলায় শত্রুরা ভীত তবে তারা এর রাশ টেনে ধরতে পারবে না।পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়