শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনিয়েস্তা কাঁদলেন, কাঁদালেন

ডেস্ক রিপোর্ট  : ম্যাচের বয়স তখন ৮৭ মিনিট। হঠাৎই দাঁড়িয়ে পড়লেন অ্যাতলেতিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিতানো স্টেডিয়ামের সমস্ত দর্শক। দাঁড়িয়ে করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুললেন পুরো স্টেডিয়াম। দর্শকদের সেই গগণবিদারী স্লোগানে ওয়ান্ডা মেট্রোপলিতানোর আকাশ-বাতাস যেন একাকার।

না, গোলের উৎসব নয়। তার বেশ আগেই বার্সেলোনা প্রতিপক্ষ সেভিয়ার জালে ঠুকে দিয়েছে ৫ গোল। দর্শকদের এই সম্ভাষণ, অভিনন্দন, দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন আন্দ্রেস ইনিয়েস্তার জন্য। অভিনন্দন না বলে এটাকে আসলে বিদায়ী সম্ভাষণই বলাই ভালো। ক্যারিয়ারের শেষ কোপা ডেল রের ফাইনাল খেলে তখন যে মাঠ থেকে উঠে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা।

ক্লাব বার্সেলোনাতেই থাকবেন নাকি পাড়ি জমাবেন সুদূর চীনে, সেই সিদ্ধান্ত এখনো ক্লাবকে জানাননি ইনিয়েস্তা। জানাবেন আগামী সপ্তাহে। তবে ইনিয়েস্তা কি সিদ্ধান্ত জানাবেন, সেটা এরই মধ্যে ক্লাব বার্সেলোনা জেনে গেছে। জেনে গেছে বার্সার সমর্থকরা, জেনে গেছে আসলে পুরো বিশ্বই।

গণমাধ্যমের খবর এরই মধ্যে চীনা ক্লাব চংকিং ড্যাংদাই লিফানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন ইনিয়েস্তা। চীনা ক্লাবটির জার্সি হাতে ইনিয়েস্তা ছবির জন্য পোছও দিয়েছেন। সেই ছবি স্পেনসহ সারা দুনিয়া দেখেছে। সুতরাং ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে মৌসুম শেষেই চীনে পাড়ি জমাচ্ছেন, এটা নিশ্চিত।

সেই নিশ্চিত বিষয়টিই নিশ্চিত করে দিয়েছিল শনিবারের ফাইনালটিই ছিল কোপা ডেল রেতে ইনিয়েস্তার শেষ ফাইনাল! দর্শকরা তাই বর্ষিয়ান এই মিডফিল্ডারকে বিদায় অভ্যর্থনা জানানোর আগাম প্রস্তুতি নিয়েই ঢুকে ছিলেন স্টেডিয়ামে। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দেও তাদের সুযোগটা করে দিয়েছেন ৮৭ মিনিটে মাঠ থেকে তাকে তুলে নিয়ে। ইনিয়েস্তাকে তুলে নিয়ে ভালভারদে মাঠে নামান ডেনিস সুয়ারেজকে। ম্যাচের ওই অন্তিম মুহূর্তে ইনিয়েস্তাকে তুলে নেয়ার উদ্দেশ্যই ছিল, দর্শকেরা যাতে তাকে বিদায়ী অভ্যর্থনা জানাতে পারে।

ম্যাচ শেষে অধিনায়ক ইনিয়েস্তাই উঁচিয়ে ধরেন ট্রফি। বার্সেলোনার হয়ে যেটা তার ৩১তম ট্রফি। শুধু তাই নয়, ক্যারিয়ারের এই শেষ ফাইনালটিতেই ইনিয়েস্তা করেছেন কোপা ডেল রের ফাইনালে প্রথম গোল। খেলেছেনও দুর্দান্ত। সব মিলে কোপা ডেল রের অধ্যায়ের শেষটা ইনিয়েস্তার জন্য এর চেয়ে ভালো হতে পারত না। তিনি নিজেও কি ভাবতে পেরেছিলেন শেষটা এমন স্বপ্নময় হবে!

ব্রেকিংনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়