শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে প্রচারের চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে: সংস্কৃতিমন্ত্রী

রাজু আনোয়ার: ফেসবুকে প্রচারের চেয়ে অপপচার বেশি হচ্ছে, এখানে অনেক কুৎসা রচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত আমেরিকা প্রবাসী প্রকৌশলী আজাদুল হকের লেখা ‘ ‘আমার শৈশব-আমার কৈশোর : আমার দেখা মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফেসবুকে লিখতে লিখতে যে একটি বই হয়ে যাবে, সেটা বিশ্বাসযোগ্য করেছেন আজাদুল হক। তিনি পেজবুকটাকে চমৎকার ভাবে কাজে লাগিয়েছেন। ফেসবুকে শুধু শুধু বসে না থেকে সৃজনশীল কাজে মনযোগ দেওয়া উচিত।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় আজাদুল হকের বয়স ছিল মাত্র ১০ বছর। সে বয়সের একজন কিশোর মুক্তিযুদ্ধকে যেভাবে দেখেছেন, সেভাবেই তুলে ধরেছেন তার বইটিতে; এটা খুবই গুরুত্বপূর্ণ।

নূর বলেন, নিরক্ষর মধ্যবিত্তঘরের কৃষকের সন্তানেরাই ৭১এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আধুনিক সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে একটি রাইফেল হাতে নিয়েই তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর তাদের উৎসাহদাতা ছিলেন একজনই। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, বইটির লেখক আজাদুল হক আমেরিকা প্রবাসী। তার লেখা বইটির দু’টো বিষয় আমাকে আকৃষ্ট করেছে। এর একটা হলো প্রবাস জীবনে নানা ব্যস্ততার মাঝে বাংলা ভাষায় বই লেখা। আর অন্যটা হলো- বইটিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রেক্ষাপট ‘মহান মুক্তিযুদ্ধ’র বিষয় উঠে এসেছে।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছে, তারা যদি তাদের দেখাটা সততার সঙ্গে তুলে ধরে ও লিখে যায়, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সমৃদ্ধ হবে।

বইটির লেখক আজাদুল হক বলেন, এই বইয়ের বেশকিছু লেখা একসময় ফেসবুকে প্রকাশ করার পর পাঠক-বন্ধুদের অনুরোধে বই আকারে প্রকাশ করেছি। বলা যায় তাদের অনুপ্রেরণাই লেখাটি বইয়ে পরিণত হয়েছে।

‘আমার শৈশব-আমার কৈশোর : আমার দেখা মুক্তিযুদ্ধ’। বইটি প্রকাশ করেছে-আগামী প্রকাশনী। চারু পিন্টুর প্রচ্ছদে ১৩৯ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০ টাকা।

কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন নাজমুল হাসান পাপন এমপি, আগামী প্রকাশনীর সত্বাধিকারী ওসমান গণি, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়