শিরোনাম

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাড নিউজ ইজ গুড নিউজ!

রনি আসলেই সেকেলে। আমার ধারণা তিনি পুরোনো দিনের বাংলা সিনেমা দেখেন আর রবিনহুডের গল্প পড়েন। তাই তো তার মধ্যে ষাটের দশকের রাজ্জাকের মত রাগী যুবকের ইমেজ সৃষ্টির অবচেতন প্রয়াস দেখা যায়। রবিনহুড স্টাইলে অন্যায়ের প্রতিকার করতে চান। কিন্তু তিনি ভুলে যান, বাংলাদেশ আইনী কাঠামোতে চলা রাষ্ট্র। এখানে আইন হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। অন্যায়ের প্রতিবাদ করুন, প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিন, প্রয়োজনে নিজের পদ ব্যবহার করে উর্ধ্বতনদের প্রভাবিত করুন। কিন্তু কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নিতে পারেন না।

নিলে শাস্তি আপনাকে পেতেই হবে। একটু আত্মসমালোচনা করি। রনি যে অনেকদিন ধরে একা একা লড়াই করে যাচ্ছে, আমরা কিন্তু এক লাইনও লিখিনি। কিন্তু যখনই তার মারধরের ভিডিও ভাইরাল হলো, অমনি আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। বেচারা রনি। অবশ্য ছাত্রলীগ নেতা অধ্যক্ষকে মারছেন বা ব্যবসায়ীকে পেটাচ্ছেন, এমন ভিডিও পেলে আমিও প্রবল উৎসাহে তা প্রচার করবো। ব্যাড নিউজ ইজ গুড নিউজ। গণমাধ্যম যে কিভাবে ভালো ছেলেকে সন্ত্রাসী বানিয়ে ফেলতে পারে, রনি তার উদাহরণ থাকবে।

পরিচিতি : হেড অব নিউজ, এটিএন নিউজ/ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়