শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতবাক জেগে থাকি, অসহায়-ন্যুব্জ-চলতশক্তিহীন

রাজীবও হয়তো দায়ী, হয়তো তাঁরও দোষ আছে, হাত আর প্রাণ হারানোর জন্য- এমন প্রশ্নও যখন উঠে, তখন আয়নায় নিজ মুখের দিকে তাকাতে আর ইচ্ছে করে না। মনে হয় এটাতো আমারই সমাজ, যেখানে রাজীবেরা প্রাণ হারায়, অদিতিরা লাঞ্ছিত হয়, তরুণেরা আত্মহত্যা করে। এমন সমাজের পিতা হিসাবে, অভিভাবক হিসাবে আয়নার সামনে নিজের মুখোমুখি হই কী করে!

নিজের সন্তানকে যে অভিভাবকেরা নিশ্চিত জীবন দিতে পারে না। যাদের সন্তানদের প্রতিপদে যুঝতে হয় বেকারত্বের সাথে, ভয়ের সাথে, মৃত্যুর সাথে, এমন অভিভাবকের আসলে কী প্রয়োজন- সে হোক পরিবারের, সমাজের কিংবা রাষ্ট্রের। আয়নার সামনে দাঁড়ালেই এমন প্রশ্নগুলো বুকে বাজে। নিজ সন্তানের মুখের দিকে তাকাতে সাহস হয় না। মনে হয় ওতো রাজীব, অদিতি কিংবা তরুণ।

রাজীবের কী দোষ? ওর নিজের গাড়ি নেই, উবার ডাকার পয়সা নেই, নিদেনপক্ষে সিএনজি- এ দোষ তো রাজীবের নয়, আমার, আমাদের। আমাদের দোষেই রাজীবকে বাসে ঝুলে উঠতে হয়েছিল। ও উঠেছিল বিকৃত দৌড়ের বিষাদ-বিমূঢ় জকি। ক্ষমতাবানদের জন্য এও এক খেলা, মনোরঞ্জনের প্রতিযোগিতা। যেমন অদিতিকে হতে হয়েছে মিশরের তাহারুশের শিকার, বিকৃতমনাদের খানিক মনোরঞ্জনের পুতুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তরুণ হোসেনকে দারিদ্র্য মহান করেনি, আত্মঘাতী করেছে।

তরুণদের পড়াশোনাও হয় না, জোটে না চাকরিও। তরুণেরা মেধা নিয়ে হতাশ হয়, ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত হয়। অর্থ নেই, সামর্থ্য নেই, নেই কোন কোটাও। কী দিয়ে ‘স্যার’দের মনোরঞ্জন করবে তারা। পরিচিতি ঢাকা বিশ্ববিদ্যালয়, সার্টিফিকেটও, তাকে কী! ওই পরিচিতি আর সার্টিফিকেট কী কোন কাজের?
প্রশ্নগুলো আয়নার ব্যানারে ঝুলিয়ে রেখে ক্লান্ত তরুণেরা শ্রান্তিতে যায় অনন্ত ঘুমে। আয়নার মুখোমুখি অবনত আমরা, শোকে-তাপে এক করুণ পাথর। হতবাক জেগে থাকি, অসহায়-ন্যুব্জ-চলৎশক্তিহীন।

লেখক : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়