শিরোনাম

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সুজন কৈরী : আধিপত্য বিস্তারের জেরে রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে কামরুজ্জামান দুখু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন উভয় গ্রুপের আরো ৫ জন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইউনিয়ন চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ছোট ভাই। নিহত কামরুজ্জামানের লাশ বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে রাখা হয়েছে।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সাংসদ রহমতউল্লাহ পক্ষের লোকজনের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধরা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

এই বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম রহমতউল্লাহ সাংবাদিকদের বলেন, নামাজে ছিলাম। কারা সংঘর্ষে জড়িয়েছে বা কেউ নিহত হয়েছেন কি না, তা স্পষ্ট করে বলতে পারছি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বড় ছেলে হেদায়েতউল্লাহকে বেরাইদের মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চায়। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ সংঘর্ষে জড়াতে পারে। তিনি আরো জানান, তার ছেলে লন্ডন থেকে মাইক্রোবায়োলজি বিভাগে উচ্চ শিক্ষা নিয়েছে। বর্তমানে ব্যবসায়িক কাজে জাপানে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়