শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০১:০৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্রিডম ফ্লোটিলা’

আসিফুজ্জামান পৃথিল : আগামী মাসে অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রওনা দেবে ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্রিডম ফ্লোটিলা’। আল-আওদা নামের একটি জাহাজের নেতৃত্বে ৬টি জাহাজের বহরটি নরওয়ে থেকে প্রায় এক দশকব্যাপী অবরুদ্ধ থাকা গাজার পথে রওনা দেবে।

ইন্টারন্যাশনাল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এর নেয়া একটি কর্মসূচীর আওতায় এই জাহাজ বহর পরিচালিত হবে। আগামী ১৬ মে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার দিনই এই ফ্রিডম ফ্লোটিলা নিজেদের যাত্রা শুরু করবে। এই দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাবিপর্যয়ের দিন’ হিসেবে পালন করে।

ইস্তাম্বুল ভিত্তিক মানবাধিকার ত্রাণ সংস্থা আইএইচএইচ এর সহকারী প্রধান হোসেইন ওরুক আনাদলু এজেন্সিকে বলেন, ‘এই ফ্লোটিলার উদ্দেশ্য গাজার সমস্যার সমাধান করা এবং সকলকে এই অমানবিক এবং অবৈধ অবরোধ সম্পর্কে জানানো।

২০১৬ সালে দেয়া মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কার্যালয় এর তথ্যমতে, ১৩ লাখ গাজাবাসি ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল। এবং গাজায় বসবাসরত অর্ধেকের বেশী পরিবারের খাদ্যের অভাব রয়েছে। ৩০ মার্চ থেকে গাজাবাসী গাজা-ইসরায়েল সীমান্তে নিজেদের ঐতিহাসিক ভূমিতে ফেরার অধিকারের জন্য বিক্ষোভ শুরু করে। ৬ সপ্তাহ এই বিক্ষোভ চলার কথা রয়েছে। এসময় সংঘাতে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হবার কথা জানা গেছে। আনাদলু

  • সর্বশেষ
  • জনপ্রিয়