শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে পরাজয়ের ঝুঁকি এড়াতে সিনিয়র দল

আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এ সিরিজে দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেবে বিসিবি এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। তবে আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের সেরা দলই খেলবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, ‘জুনিয়র প্লেয়ার পাঠানো নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আমাদের নির্বাচক প্যানেলকে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি। আর আমাদের নির্বাচিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়নি। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ, আমাদের সেরা দলই খেলবে।’

এদিকে ইনজুরির কবলে পড়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়র। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও আছেন ইনজুরির তালিকাতে। তবে মূল দলের কারও ইনজুরি লম্বা সময়ের জন্য নয় বলে জানালেন নান্নু। তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, কারও লম্বা চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম খেলোয়াড়দের পাব। আমাদের সেরা দলকেই খেলানোর কথা ভাবছি।’

উল্লেখ্য, আসছে জুনে দেরাদুনে অনুষ্ঠেয় এ সিরিজটি প্রাথমিকভাবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলার কথা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে তিন বা চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়