শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন উড্ডয়নের ওপর বিধি-নিষেধ আরোপ করল সৌদি আরব

লিহান লিমা: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রিয়াদের রাজপ্রাসাদের কাছে শনিবার রাতে একটি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পরই ড্রোন উড্ডয়নের ওপর বিধি-নিষেধ আরোপ করে সৌদি আরব। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ড্রোন ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট পুলিশের অনুমতির প্রয়োজন হবে।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ‘শনিবার রাতে খোজামা এলাকায় বিপুল অস্ত্র ও গোলাগুলির আওয়াজ শোনা যায়।’ সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা অভ্যুত্থান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর হামলার গুজব ছড়িয়ে পড়ে। উচ্চপদস্থ এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘বাদশা সালমান বিন আবদুল আজিজ তখন ওই প্রাসাদে ছিলেন না’।

তবে কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, তাৎক্ষণিকভাবে বাদশাহকে পারমাণবিক হামলা প্রতিরোধক স্যুটে করে প্রাসাদের বাহিরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।’ সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘এটি ছিল একটি স্বয়ংক্রিয় খেলনা ড্রোন। যা নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে ভূপাতিত করে। এটি আতঙ্ক ছড়ানোর উদ্দেশে করা হতে পারে।’

রয়টার্স জানায়, গত এক বছরে বিন সালমানের নানা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কার, দুর্নীতিবিরোধী অভিযানে অনেক রাজপুত্র, প্রশাসনিক কর্মকর্তা এবং ধর্মীয় নেতাদের আটক সৌদি আরবে তার ক্ষমতা এবং প্রভাব কয়েকগুণে বৃদ্ধি করেছে। রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের তিনি অন্যতম ক্ষমতাশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তাই তরুণ জনগোষ্ঠির কাছে সাধুবাদ পাওয়া এই রাজপুত্রের বিরুদ্ধে সম্ভাব্য কোন নীল-নকশার কথা উড়িয়ে দেয়া যাচ্ছে না। এর আগে, গত অক্টোবরে জেদ্দার একটি রাজপ্রাসাদের কাছে এক বন্দুকধারীর হামলায় দুই সৌদি নিরাপত্তারক্ষী নিহত এবং ৩ জন আহত হয়। হামলাকারীও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছিল। রয়টার্স, ডেইলি মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়