শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতি দুর্যোগ ঝুঁকিতে থাকা ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের কাজ শুরু

কক্সবাজার ক্যাম্পে অতি দুর্যোগে ঝুঁকিতে থাকা ১ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সরকার। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে। তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা উপযোগী ঘর তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

নতুন ও পুরনো সব মিলিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি ক্যাম্পে বসবাস করছে ১০ লাখের বেশি রোহিঙ্গা। আসছে বর্ষা মৌসুমে পাহাড় ধস ও বন্যার ঝুঁকিতে রয়েছে আশ্রয় নেওয়া এইসব মানুষ।

দিন যত বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। তাই ঝুঁকিতে থাকা এই রোহিঙ্গাদের দুর্যোগ মোকাবিলা ঘর তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে আইওএম, ইউএনএইচসিআর ও রেড ক্রিসেন্ট।

কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসনের কমিশনার মো. আবুল কালাম বলেছেন, বিভিন্ন সংস্থার জরিপ বলছে বন্যা ও ভূমি ধসের ঝুঁকিতে আছে ২ লাখ রোহিঙ্গা। এর মধ্যে ১ লাখ রোহিঙ্গা সবচেছে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই ইতোমধ্যেই ১০ হাজার রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কুতুপালং ক্যাম্পের পাশে ভূমি উন্নয়নসহ সেড নিমার্ণে কাজ চলছে।

রোহিঙ্গারা ৫ হাজার একরেরও বেশি সংরক্ষিত পাহাড়ের বন কেটে উজার করেছে। যার কারনে ব্যাপকহারে পাহাড় ধসের আশঙ্ক রয়েছে। সূত্র : চ্যানেল টোয়েন্টিফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়