শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের নির্বাচনী ইশতিহার তৈরির কাজ শুরু, অঙ্গীকারে গুরুত্ব পাবে তরুণরা

আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতিহারে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি খাতে বিপ্লব, কৃষিখাতে প্রযুক্তির বহুমুখী ব্যবহারের প্রতিশ্রুতি নিয়ে তৈরি হচ্ছে তালিকা। দলীয় নেতারা বলছেন, ভোটের মাঠে প্রচারণায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিরোধীদের দুর্বলতার তালিকাও তুলে ধরা হবে। টানা তৃতীয়বারের জয় ধরে রাখতে এরই মধ্যে তৃণমূলে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের কাজও শুরু করেছে দলটি।

ভিশন ২০৪১ অর্জনের লক্ষ্যে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে থাকবে কৃষি এবং কৃষিজাত পণ্যে প্রযুক্তির ব্যবহার ও তৃণমূলে প্রযুক্তি সহজলভ্য করার অঙ্গীকার। ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা বলছেন, নির্বাচনী অঙ্গীকারে সবচেয়ে গুরুত্ব পাবে তরুণরা।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘আমরা এখন অন্য কথা বলবো। ২০০৮-এ দিন বদলের কথা বলেছিলাম। সেই দিনবদলের প্রতিশ্রুতির সব আমরা ২০১৪ সালের মধ্যে অর্জন করে ফেলেছি। তারপর সামনে কীভাবে যাবো, সেই সমস্ত সব কথায় এবার থাকবে। আমরা বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠির কথা চিন্তা করছি। গ্রামগঞ্জের মানুষ এখন শিক্ষিত হচ্ছে। আরেকটি জনগোষ্ঠির কথা চিন্তা করা হচ্ছে। তাদের কর্মসংস্থান করতে হলে কী ধরনের শিল্পায়ন করতে হবে সে বিষয়টি চিন্তা করা হচ্ছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমটি বলেছেন, পুরো বাংলাদেশকে বিদ্যুতের কভারেজে আনা। আরিচার পদ্মা সেতু এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড নির্বাচনের ইশতিহারে থাকেবে। প্রতি মানুষের উন্নয়ন, এটিই হবে আমাদের টার্গেট। নেতাকর্মীদের সংবিধান মোতাবেক প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেই লক্ষেই দলের নেতাকর্মীকে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করার জন্য। নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা আলোচনার ভিত্তিতে নিরশন করার কথা বলা হয়েছে। তার সাথে বিএনপির আমলে ২০০১ থেকে ২০০৬ সালে যে ব্যর্থ রাষ্ট্রে প্রায় রূপান্তরের পক্ষে হচ্ছিল এই বিষয়গুলো তুলে ধরা হয়।

জাতীয় নির্বাচন সামনে রেখে ১২ লাখ পোলিং এজেন্টের প্রশিক্ষণের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

দেশজুড়ে সাংগঠনিক সফর, বিভাগ ও জেলায় প্রাক নির্বাচনীসভাসহ বছরের শুরু থেকেই নির্বাচনমুখি নানা কর্মকাণ্ডে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি নির্বাচন পরিচালনা কমিটি গঠন হবার পর দলীয় নেতারা বলছেন, ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য রেখে ইশতেহার ঘোষণার ক্ষেত্রেও অন্য সব দলের চেয়ে এগিয়ে থাকতে চায় তারা।

রাজনীতির মাঠে দুই সিটি করপোরেশন নির্বাচন নজর কাড়লেও, দলগুলোর লক্ষ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষেই সাংগঠনিক নানা কর্মকাণ্ড চালাচ্ছে সরকার পরিচালনাকারী দল আওয়ামী লীগ। এরই মধ্যে ৪ বিভাগ এবং ৩ জেলায় প্রাক নির্বাচনী সভা শেষ করেছেন দলীয় প্রধান। শুরু হয়েছে ইশতেহার তৈরির কাজ। খুটিয়ে খুটিয়ে দেখা হচ্ছে নির্বাচনী প্রচারণার কৌশল।

যা থাকতে পারে ইশতেহারের তালিকায়: ১. দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি। ২. কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। ৩. কৃষি ও কৃষি পণ্যে প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতি। ৪. দেশের প্রতিটি মানুষকে বিদ্যুৎ ও জ্বালানি সুবিধার আওতায় আনার প্রতিশ্রুতি। ৫. বিরোধীদের সমালোচনা। ৬. জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি। সূত্র : সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়