শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘খেলোয়াড় সমস্যা’র সমাধান করলো বিপিএল গভর্নিং কাউন্সিল

ঘরোয়া ক্রিকেটে এখন দেশের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটার থেকে শুরু করে দর্শক- সবাই এই আসরের দিকে তাকিয়ে থাকেন প্রবল আগ্রহে। অন্যবারের চেয়ে এবার আসরটি এগিয়ে আনা হয়েছে। অক্টোরবে বসবে টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় এ আসরটি।

গত বুধবার বিসিবির বোর্ড পরিচালকদের মধ্যে হওয়া সভায় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেয়া হয়। যার মধ্যে বিপিএল নিয়েও অনেক সিদ্ধান্ত হয়েছে। যেমন- পুরোনো খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে চারজনের কথা জানান বিসিবি সভাপতি। এই চারজন দেশি-বিদেশি মিলিয়ে হতে হবে না অন্য কিছু এ নিয়ে কিছুটা অস্পষ্টতা ছিল।

শনিবার বিষয়টা পরিষ্কার করলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। তিনি বলেন, ‘বলা হয়েছে- দেশি-বিদেশি মিলিয়েই চারজন। এই চারজনই স্থানীয় হতে পারে, বিদেশিও হতে পারে।’
তবে গেল আসরের পর অনেক ফ্রাঞ্চাইজিই তাদের কিছু বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আগাম চুক্তি করে ফেলে। সর্বোচ্চ চারজন ধরে রাখার নিয়ম বজায় থাকলে একাধিক খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে রাখা ফ্রাঞ্চাইজিগুলো বিপদেই পড়বে।

এদিন জালাল ইউনুস অবশ্য সেই সমস্যা সমাধানের পথ খেলাই রাখলেন। জানালেন, ‘তারা (ফ্র্যাঞ্চাইজিগুলো) বসতে পারে। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি আমাদের বলেছে- আগে থেকেই অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে রেখেছে, তাদের ভবিষ্যৎ কী? এটা বসে আলোচনা করলে সমাধানে পৌঁছানো যাবে।’
তিনি আরো বলেন, ‘শিগগির বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা সভা আছে। অনেক প্রশ্ন যেহেতু আসছে, এগুলো নিয়ে শিগগিরই বসব। বসে আলোচনা করব। সেখানে যদি সাজেশন এসে থাকে আমরা এগিয়ে নেব যেন সবারই উইন উইন সিচুয়েশন থাকে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়