শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারিয়ে যেতে বসেছে রানা প্লাজার জায়গা

দখলদারদের খপ্পরে দুর্ঘটনার মাত্র পাঁচ বছরেই হারিয়ে যেতে বসেছে রানা প্লাজার জায়গা। অবৈধ স্থাপনায় চোখে পড়ে না শ্রমিকদের স্মরণে নির্মিত একমাত্র ভাস্কর্যটিও। যেন দেখার কেউ নেই। এতে ক্ষোভ জানিয়েছেন হতাহতদের স্বজনরা।

রানা প্লাজার পরিত্যক্ত জায়গার গত বছরের চিত্র এটি। ময়লা আবর্জনায় পূর্ণ ছিল চারপাশ। আর এক বছরে সেই জায়গার কোনো উন্নতিতো হয়ইনি, বরং বেড়েছে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য।

বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনায় ঢেকে গেছে স্মৃতিস্তম্ভের চারপাশের পুরো জায়গা। আহত নিহত শ্রমিকদের স্বজন দাবি করে অনেকে তুলেছেন ছোট ছোট দোকান।

রানাপ্লাজা ট্র্যাজেডির পর এই জায়গার মালিকানা বাজেয়াপ্ত করে সরকার। কোন স্থাপনা করার বিষয়েও আছে আদালতের নিষেধাজ্ঞা।

হাজার শ্রমিকের স্মৃতি ঘেরা রানা প্লাজার এই জায়গায় কি হবে তা জানে না কেউ। অবৈধ স্থাপনায় দখল হয়ে গেছে এর অনেকটায়। আহত শ্রমিক ও নিহতের স্বজনদের দাবি এই জায়গায় বহুতল ভবন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

নিষ্ঠুর ট্র্যাজেডির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জায়গার সামনে গড়ে উঠেছে অবৈধ গাড়ির স্ট্যান্ডও। চালুর অপেক্ষায় আরো কিছু অবৈধ দোকান।

নিয়ম বর্হিভুতভাবে নির্মাণ করা রানা প্লাজা ভবন ধসে পড়ে ২০১৩ সালে। এতে নিহত হয় ১১শর বেশী শ্রমিক। আহত হয় আড়াই হাজারের বেশি। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়