শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৮:৫০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লন্ডনে বিএনপির কর্মকান্ড নিজ দেশের অস্তিত্বের প্রতি অস্বীকার, অনিহা স্পষ্ট দেখা গেছে’(ভিডিও)

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, লল্ডনে তারেক জিয়ার অনুসারীরা যে ঘটনা ঘটিয়েছে তাতে নিজেদেরকে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দাবি করে থাকে তাহলে এমন কাজ করতে পারত না।

ইয়াসির ইয়ামীনের সঞ্চালনায় বাংলাভিশন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা এবং যুক্তরাজ্যে বসে সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে তিনি(প্রধানমন্ত্রী) যা বলেছেন। তার প্রেক্ষিতে আমি কতগুলা কথা বলবো। বিদেশের মাটিতে জাতির পিতাকে অবমাননা, প্রধানমন্ত্রীকে কটুক্তি করা, লন্ডনে দেশের একজন মন্ত্রীকে হেনস্থা করে তারেক জিয়া তাহলে কোন দেশের রাজনীতি করছে। প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরে আছেন। সেখানে বিএনপি সমর্থকেরা ব্যানার পোস্টারে যেসব ভাষা ব্যবহার করেছে। সেখানে অন্য ভাষা বক্তব্য থাকতে পারত । লন্ডনে সম্প্রতি যেসব ঘটনা আমরা ফেসবুকে,টিভিতে দেখলাম তা অত্যন্ত দুঃখজনক। একটি স্বীকৃতপ্রাপ্ত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দাবি করে তাহলে তারেক জিয়ার অনুসারীরা লন্ডনে এমন কাজ করতে পারত না। তারেক জিয়ার অনুসারীরা যেটা করেছে তাকে সম্পুর্ণভাবে সন্ত্রাসী কর্মকান্ড না বললে নিজ দেশের অস্তিত্বের প্রতি অস্বীকার বা অনিহা স্পষ্ট দেখা গেছে। এই জায়গা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। আর তারা দেশের অস্বিত্ব স্বীকার না করলে তার দলেও কোন অস্বিত্বই থাকে না। এই জিনিসটা কেনো তার দলের নেতাকর্মীরা বুঝছে। এমন ঘটনা দলের ভিতর থেকে প্রতিবাদ হওয়া দরকার।

নির্বাচন বা দেশের যেকোন বিষয় নিয়ে বিএনপি কথা বলুক সমস্যা নেই,বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে গেলে সব কিছুর উর্ধ্বে রেখে কথা বলতে হবে। এক্ষেত্রে সবাইকে সর্বদলীয়ভাবে অবস্থান নিতে হবে। এর বিকল্প কোন কিছু আছে বলে আমার জানা নেই।

https://www.facebook.com/banglavision/videos/1872941892762095/

  • সর্বশেষ
  • জনপ্রিয়