শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৬:২৯ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি’র নতুন কর্মসূচি আসছে রবিবার

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (২১ এপ্রিল) রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার (২২ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি গণমাধ্যমে জানাবেন।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে নতুন কর্মসূচি দেওয়া হবে। আজ (রবিবার) এটা কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে খালেদা জিয়ারঅসুস্থতা, তার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি প্রণয়ন এবং গাজীপুর সিটি করপোরেশনে ২০ দলীয় জোটের একক প্রার্থী নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের সাক্ষাতে বাধা এবং জামায়াতের আচরণ নিয়েও আলোচনা হয়।

গাজীপুর ইস্যুতে জামায়াতের সঙ্গে সমঝোতায় আসলেও দলটির কার্যক্রম সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বিএনপি। এছাড়া সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘বৃহত্তর ঐকের’ বিষয়ে খানিকটা নির্ভার রয়েছে বিএনপি। তবে এই ঐক্যকে সাফল্যের পর্যায়ে নিয়ে যেতেও বাড়তি সতর্কতা নেওয়ার কৌশল নিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।

বিএনপির স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে লুকোচুরি চলছে সরকারের তরফে। কিন্তু এই লুকোচুরির নৈপথ্যে কী, সেটি তারা এখনও ঠিক করতে পারেননি।
বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কয়েকটি বিষয় আলোচনায় এসেছে। একটি হচ্ছে, তিনি সত্যিই অসুস্থ কিনা, হয়ে থাকলে তার সঙ্গে সাক্ষাতে কেন বাধা আসছে দ্বিতীয়ত, এর পেছনে সরকারের বা অন্য কোনও পক্ষের রাজনীতি রয়েছে কিনা। আর রাজনীতি থাকলেও তা কেন এবং তৃতীয়ত, খালেদা জিয়ার স্বাস্থ্য ঠিক রয়েছে এবং তার সঙ্গে সাক্ষাতে সরকারই বাধা তৈরি করেছে।

এক্ষেত্রে তৃতীয় কারণই যদি সত্য হয় তাহলে তা মোকাবিলা করা অনেক কঠিন বলে আলোচনা হয়েছে বৈঠকে।
এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বসে আলোচনা করেছি। গাজীপুরে কীভাবে ক্যাম্পেইন করবো, ম্যাডামের অসুস্থতা নিয়ে আলোচনা হয়েছে। কিছু কর্মসূচিও আসতে পারে।
মাহবুবুর রহমান আরও বলেন, ‘কীভাবে চেয়ারপারসনের চিকিৎসা দেওয়া যায়, এগুলো নিয়েই আলোচনা হয়েছে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়