শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক বা মিডিয়ায় যেসব সংবাদ আসে তা সব সত্যি হয় না

আমাদের দেশের ফেসবুক বা মিডিয়ায় যেসব সংবাদ আসে তা কিন্তু সব সময় সত্যি হয় না। আমি মনে করি, পুলিশের এসব নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। মিডিয়ায় যেভাবে ফলাও করা হয়েছে, যদি সেটা হয়ে থাকে তাহলে রনির একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রনি এমনটি কেন করতে যাবে? আবার দেখা গেছে, ব্যক্তিগত লেনদেন থেকে অনেকে অনেকভাবে এটাকে সাজিয়ে থাকে। ব্যক্তিগত আক্রোশ থেকেও এরকমটা হয়ে থাকে।

ফাঁদে ফেলার জন্য অনেক সময় এরকম কাজ করে থাকে সুযোগসন্ধানী চক্র। তাই এ বিষয়টি তদন্ত সাপেক্ষে বিবেচনায় নিতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। জাতি হিসেবে আমাদের সমস্যা হচ্ছে, আমরা একটা বিষয়ের আগামাথা না জেনেই আমাদের রায় দিয়ে দিই। রায়টা ফেসবুকের চড় থাপ্পর দেখে বোঝা যাচ্ছে না। এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তদন্তের পর বিচার হবে। তার আগেই আমরা বিচার করে ফেলতে চাই। এমনটি অনুচিত। এমনটি করলে অনেক সময় নির্দোষ ব্যক্তি বিনা কারণে হয়রানির শিকার হতে পারে।

পরিচিতি : সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ/মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়