শিরোনাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাইরে বিনামূল্যে চার শতাধিক শিক্ষার্থীদের খাতা ও কলম বিতরণ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার বিনামূল্যে খাতা, কলম ও বিস্কুট বিতরণ করা হয়েছে। জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনাইটেড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (ইউএফএ) উদ্যোগে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলা গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৯ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে খাতা, কলম বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। উত্তর গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে খাতা, কলম ও বিস্কুট দেওয়া হয়।

শিক্ষাসামগ্রী বিতরণণের সময় ইউএফএ’র পরিচালক মাহবুবুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, গোলাইডাঙ্গাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা হক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজীব হোসেন খান, উত্তর গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালাল উদ্দিনসহ বিদ্যালয় দুটির শিক্ষকেরা।

গত দুই বছর ধরে সংগঠনটি জেলার সাতটি উপজেলার ২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করেছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা যোগাতেই সংগঠনটি এই কার্যক্রম চালিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়