শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফখরুলের মনে হয় আল্লাহ-খোদায় বিশ্বাস কম: কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ‘মির্জা ফখরুল সাহেব তো বাম রাজনীতি করতেন, মনে হয় আল্লাহ-খোদায় বিশ্বাস কম’।

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, বাঁচা-মরা আল্লাহর হাতে। ডাক্তার চিকিৎসা করছেন। এখন সরকার কী করতে পারে?

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসবথা বলেন।

ভারত সফর পসঙ্গে সেতু মন্ত্রী বলেন, রবিবার আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে। এই সফর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ও বৃদ্ধির। এর সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে জঙ্গীবাদ ও আঞ্চলিক সমস্যা নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হবে।

তিনি আরো বলেন, সফরে পার্টি টু পার্টি আলোচনা হবে। তার মধ্যে ২২ তারিখে ভারতের জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান প্রদর্শণ, ২৩ তারিখে ভারতীয় সংসদের স্পিকারের সাথে সাক্ষাত, বিকেলে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাক ও বিজেপির সাথে বৈঠক।

৭৪’র ল্যান্ড বাউন্ডারি চুক্তি শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে বাস্তবায়ন হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমাদের ভিজিটটা যেহেতু খুব ছোট তারপরও আমাদের সব ধরনের চেষ্টা থাকবে। ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেই তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের একটা প্রভাব আছে তাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়