শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ১১:০৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে দলে নিতে নির্বাচকদের বাধ্য করবো

দীর্ঘদিন ধরেই পাকিস্তান দলে নেই উমর আকমল। অথচ পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় মনে করা হতো এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে। দুর্দান্ত পারফরম্যান্সে খবরের শিরোনামও হয়েছেন তিনি বেশ কয়েকবার। কিন্তু হঠাৎ করেই দল থেকে বাদ পড়ে যান তিনি। প্রথমে টেস্ট দল থেকে, তারপর ওয়ানডে দল থেকে। তবে জাতীয় দলে ফেরার আশা এখনো ছাড়েননি ২৬ বছর বয়সী আকমল। দলে ফেরার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি।

২০০৯ সালে অভিষিক্ত হওয়া আকমল ২০১১ সালের পর আর টেস্ট দলে জায়গা পাননি। সর্বশেষ ওয়ানডেটিও খেলেছেন ২০১৭ সালের জুনে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। কোচের সাথে ঝামেলায় জড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। ৫ ম্যাচে রান করেছেন ৫৭। তবে জাতীয় দলে ফেরার ব্যাপারে যথেষ্ট আশাবাদী আকমল।

২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান কাপ। টুর্নামেন্টে খাইবার পাখতুনের হয়ে খেলছেন আকমল। এই টুর্নামেন্টের আগে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আমি পাকিস্তান কাপে ভালো করবো এবং আমাকে দলে নিতে নির্বাচকদের বাধ্য করবো। আমি জানি না কেন কোচ মিকি আর্থার আমাকে অপছন্দ করেন। অথচ কোচ হিসেবে আমি তাকে পছন্দ করি। আমি বেশি কিছু বলতে পারবো না।’

আকমল আরো বলেছেন, ‘আপনি যদি টেস্টে আমার সর্বশেষ চার ইনিংস দেখেন, দেখবেন আমার ৩টি ৫০ আছে। একটি ইনিংস ব্যাট করতে পারিনি। ওই সময় ওয়াকার ইউনুস বলেছেন, সে (আকমল) টেস্ট স্কোয়াডে থাকবে না। অন্য কোচের কাছে আমার প্রশ্ন, কেন আমি টেস্টে যায়গা পাচ্ছি না। কিন্তু আমি আশা ছাড়ছি না।’
পাকিস্তানের হয়ে ১৬ টেস্টে ৩৫.৮২ গড়ে ১০০৩ রান করেছেন আকমল। সেঞ্চুরি একটি। আর ওয়ানডে খেলেছেন ১১৬টি। ৩৪.৫৯ গড়ে এ সংস্করণে তার মোট রান ৩০৪৪। সেঞ্চুরি দুইটি।
সূত্র : ক্রিকট্র্যাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়