শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিরের অস্ত্রোপচারে বিসিবি এগিয়ে আসছে না

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ডান হাঁটুর ইনজুরিতে পড়েছেন। কিন্তু তার অস্ত্রোপচারের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন কি বোর্ড টু শব্দও করছে না। সর্বশেষ গত বুধবার বোর্ড সভায়ও তার বিষয়ে কোন আলোচনা হয়নি।

এই বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, বোর্ডের সিইওর সঙ্গে আমি আলোচনা করেছি। তারা এখনো নাসিরকে অস্ট্রেলিয়াতে পাঠানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। এমনকি বোর্ডে তার বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তবে মনে হয় ওর বিষয়ে আলাদা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

এইদিকে অস্ট্রেলিয়ান ডাক্তার ডেভিড ইয়াং ও চোট পেয়েছেন। তাই তার কাছে থেকেও সময় পাওয়া যাচ্ছে না। এই নিয়ে দেবাশীষ চৌধুরী জানান,‘নাসিরকে অস্ট্রেলিয়ার যে চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে পাঠাবো তার কাছ থেকে কোনো সময় পাইনি। তিনিও, ব্যাক ইনজুরির কারণে অপারেশন করিয়েছেন। তাই তিনি অনেক দিন থেকেই রোগী দেখতে পারছেন না।

ডিপিএল শেষে সিরাজগঞ্জে ছুটি কাটাতে গিয়ে নাসির চোটের সংবাদ পান। তার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। বিসিবির ডাক্তারের কথা অনুযায়ী আগামী ছয় মাসের মত ক্রিকেটের ২২ গজে দেখা যাবে না এই ক্রিকেটারকে। আর সুস্থ হয়ে উঠতে নাসিরের অস্ত্রোপচার করাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়