শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর থেকেই মাধ্যমিককে কারিগরি শিক্ষা চালু

কারিগরি শিক্ষার হার ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে নিয়ে যেতে চায় সরকার। আর এই লক্ষ্যে সরকার আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে।

২০০৮ সালে দেশে কারিগরি শিক্ষার হার ছিলো ১ শতাংশ। কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তা ১৪ শতাংশে নিয়ে এসেছে সরকার। উন্নত বিশ্বে এই হার গড়ে ৬০ শতাংশ।

সরকারের পর্যবেক্ষণে উঠে এসেছে, কারিগরি শিক্ষার জন্য যথেষ্ট বিশেষায়িত প্রতিষ্ঠান নয়, দরকার বাড়তি কিছু। তাই মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে অন্তত একটি বিষয় বা ট্রেড চালুর পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।

কারিগরী ও মাদ্রাসা বিভাগের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর ধরণ ঠিক করতে কারিগরী ও মাদ্রাসা বিভাগের একজন যুগ্ম সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটা চালু করতে শিক্ষক সংকট, পাঠ্যক্রম, অবকাঠামোসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মাথায় রেখেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের সুপারিশের মধ্যে রয়েছে, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনের আদলে ‘কারিগরি শিক্ষক নিয়োগ কমিশন’ গঠন, শিল্পকারখানায় কর্মরত অভিজ্ঞদের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার অথবা অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগে একই প্রশ্নপত্রে পরীক্ষা ও মূল্যায়ন করা ও সেলক্ষ্যে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে সমন্বিত বোর্ড গঠন।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়