শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমের প্রভাবশালী তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলি!

বিশ্বের জনপ্রিয় ম্যাগাজিন ‘টাইম’ এর তৈরি করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও ২০১৮ সালের তালিকায় ছয়জন ক্রীড়াবিদ স্থান পেয়েছেন। কোহলি ছাড়াও রয়েছেন রজার ফেদেরার, বাস্কেটবল খেলোয়াড় কেলভিন ডোরান্ট, স্নোবোর্ডিংয়ের কল কিম, ফিগার স্কেটিংয়ের অ্যাডাম রিপ্পন এবং ফুটবলের জে জে ওয়াট।

২৯ বছর বয়সী কোহলি বর্তমান ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। ২০১৭ বর্ষপঞ্জিতে ১১ সেঞ্চুরিতে রান করেছিলেন ২৮১৮। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতেন টেস্ট সিরিজ। পাশাপাশি ভারতকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও তুলেছিলেন। এছাড়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল কোহলি বাহিনী।

টাইমস ম্যাগাজিনে কোহলিকে নিয়ে ভারতের ব্যাটিং ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার লিখেছেন,‘প্রথমবার যখন আমি ওকে দেখি ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। একা খেলে ম্যাচটি জিতিয়েছিল। তখনই বুঝেছিলাম যে এই ছেলেটা ভবিষ্যতে ভারতকে প্রতিনিধিত্ব করবে। এখন বিরাট কোহলি ভারতের সবথেকে বড় নাম। তার রানের ক্ষুধা, ধারাবাহিকতা অসাধারণ।’

বিরাটের প্রতি আশীর্বাদ ব্যক্ত করে বলেন, ‘আমি তার পরবর্তী ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আমার বিশ্বাস ভারতীয় ক্রিকেটে ও যেভাবে সম্মান নিয়ে আসছে সেটা আরও দিনকে দিন বাড়িয়ে নিবে।’

শচীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেন কোহলিও। নিজের টুইটার একাউন্টে লেখেন, ‘ধন্যবাদ শচীন পাজি উষ্ণ অভ্যর্থনা দিয়ে আমাকে উৎসাহী দেওয়ার জন্য। প্রভাবশালী ১০০ জনের তালিকায় আমাকে রাখায় টাইম ম্যগাজিনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়