শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিদাহাস ট্রফি আয়োজনে শ্রীলঙ্কার আয় ৯৪ কোটি রুপি

৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে নিদাহাস ট্রফির আয়োজন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই সিরিজেই নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ছে লঙ্কান বোর্ড। এক বিবৃতিতে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, ওই সিরিজ থেকে আয় হয়েছে ৬ মিলিয়ন ইউএস ডলার (শ্রীলঙ্কার মুদ্রায় প্রায় ৯৪ কোটি রুপি)। একটি টুর্নামেন্ট থেকে এর আগে এত আয় কখনো করেনি তারা।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ থেকে টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হয়। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্ব শেষ করে এবং শিরোপা নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮ মার্চ। টানটান উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ বলে ছয় মেরে শিরোপা জিতে নেয় ভারত। রানার্সআপ হয় বাংলাদেশ।

টুর্নামেন্টের আয়-ব্যয় নিয়ে তথ্য প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘টুর্নামেন্ট থেকে আয় হয়েছে শ্রীলঙ্কান মুদ্রায় প্রায় ৯৪০ মিলিয়ন রুপি।’ এই সিরিজ থেকে বেশি আয় করার জন্য শ্রীলঙ্কা বোর্ড কয়েকটি নতুন সিদ্ধান্ত নেয়। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্পোর্টস মার্কেটিং এজেন্সিকে টুর্নামেন্টের সব দায়িত্ব দেয় তারা।

ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো টি-টুয়েন্টি লিগ হয় না শ্রীলঙ্কায়। তাই দেশটির আয়ও অন্যদের চেয়ে কম। তারা কয়েক বছর ধরে ক্রিকেটের বিশ্ববাজার পর্যবেক্ষণ করে এখন থেকে সম্প্রচার স্বত্ব, মাঠের বিজ্ঞাপন আলাদা আলাদা করে বিক্রি করবে। উল্লেখ্য যে, লঙ্কান বোর্ড আগে সম্প্রচার স্বত্ব, মাঠের আলাদা আলাদা জায়গার বিজ্ঞাপন সব একই প্রতিষ্ঠানকে দিতো। তবে এবার থেকে হয়তো আর সেটা করবে না তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়