শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত ৩৩ নারী শ্রমিক

বিনা খরচে চাকরি দেবার নামে সৌদি আরব পাঠিয়ে বাংলাদেশি নারী শ্রমিদের বিক্রি করে দিচ্ছে এক শ্রেণীর দালাল চক্র। দিনের পর দিন বন্দি করে তাদের ওপরে চালানো হচ্ছে শারীরিক ও মানসিক অত্যাচার। এরকম নির্যাতনের শিকার ৩৩ নারী শ্রমিককে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার রাতে হযরত শাহজালাল আর্ন্তাতিক বিমানবন্দরে নামার পর কান্নায় ভেঙ্গে পড়েন নির্যাতিত নারীরা।

একটি বেসরকারি সংস্থা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রথমে দালালরা তাদের সৌদি আরবে পাঠায় বিনা খরচে। সেখানে নেওয়ার পর তাদের পাসপোর্ট ও অন্যান্য কাজপত্র কেড়ে নিয়ে পরে তাদের অন্য দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তারপর তাদের বিভিন্ন বাসাবাড়িতে আটকে রেখে নানা ধরনের নির্যাতন চালানো হয়। মাসের পর মাস বেতন না দিয়ে বাসাবাড়িতে বাজ করতে বাধ্য করা হয় তাদের।

ব্যাংকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেছেন, প্রবাসী নারী শ্রমিক সকলেরই অভিযোগ তাদেরকে অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। সে কারনেই তাদেরকে যে ধরনের কাজ করতে বলা হতো তারা সেই ধরনের কাজ করতে বাধ্য হতো।

দেশে ফেরা প্রবাসী নারীরা জানান, সেখানে এখনো শত শত নারী শ্রমিককে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়