শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাফিক আইন অমান্য বন্ধ করতে ডিএমপির ভিডিও রেকর্ড শুরু

যত্রতত্র গাড়ি পাকিং এ ট্রাফিক আইন অমান্য বন্ধ করতে সম্প্রতি ভিডিও রেকর্ডের ব্যবহার শুরু করেছে ডিএমপি। মালিকের অজান্তেই রেকর্ড হয়ে যাচ্ছে আইন ভাঙার ছবির সেই সূত্র ধরেই মামলা হচ্ছে গাড়ির মালিকের বিরুদ্ধে। ভিডিও রেকর্ড ব্যবহারে ভালো ফল পাওয়ায় এই ব্যবস্থার আরো উন্নত করার পরিকল্পনা করছে পুলিশ।

নিয়ম ভেঙে পার পাওয়ার সুযোগ বন্ধে ভিডিও রেকর্ড ব্যবহার শুরু করেছে ডিএমপি। ভিডিও ক্যামেরাসহ রাস্তায় থাকছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। কেউ আইন অমান্য করলে তার অজান্তেই রেকর্ড হয়ে যাচ্ছে ছবি। রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে মামলার সমন চলে যাচ্ছে গাড়ির মালিকের ঠিকানায়।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছয় মাস আগেই ভিডিও রেকর্ডের ব্যবস্থা চালু করেছে ডিএমপি। এরইমধ্যে ভিডিওচিত্রের ওপর ভিত্তি করে মামলা হয়েছে পাঁচ হাজারের বেশি গাড়ির মালিকের বিরুদ্ধে। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে বলছেন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপি’র এই ভিডিওচিত্রের ভিত্তিতে মামলাকে ইতিবাচকভাবে দেখছেন চালকেরাও। তবে আইন প্রয়োগের সঙ্গে পার্কিং সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন চালকেরা। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে গাড়ির রাখার কিছু স্থান নির্ধারণের পরিকল্পনা রয়েছে তাদের।

সড়কে গাড়ি রেখে অন্যের অসুবিধা সৃষ্টি বা ট্রাফিক আইন না মানাকে মামুলি ব্যাপার মনে করেন অনেকেই। তাই নানা চেষ্টাতেও বন্ধ হয়নি এই প্রবণতা। সূত্র : ইন্ডিপেনডেট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়