শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের পরিবারগুলোকে মাদকের ব্যাপারে সচেতন হতে হবে

আমাদের পরিবারগুলোকে  মাদকের ব্যাপারে  সচেতন হতে হবে । প্রত্যেক বাবা মাকে সচেতন হতে হবে। ফ্যামিলিকে দেখাশুনা করতে হবে, তার ছেলে মেয়েগুলো কোন পথে যাচ্ছে? ফ্যামিলি থেকে তাদের যে টাকা পয়সা দেওয়া হয়, তারা সে টাকা পয়সাগুলো কোন পথে ব্যয় করছে? এসব ব্যাপারে প্রত্যেক মা বাবার সচেতনতাই পারে, তার সন্তানগুলো বা তার সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে। প্রত্যেক বাবা মায়ের উচিত, তার ছেলে মেয়ে কার সাথে কি করে? কোথায় যায়?

বাইরে কতটুকু সময় কোন কাজে ব্যয় করে? এসব বিষয়ে খেয়াল রাখা জরুরী। আমাদের বাবা মা আমাদের সময়ে নজরে রাখতো আমরা কোথায় যাই? আমরা কি করি? আমরা কার সাথে মিশতেছি?  কিন্তু এখনকার যুগে এমনটা নেই। মা বাবাও ফস্টিনস্টি করে বেড়ায়। আর তাদের ছেলে মেয়েরাও তাই করে। ফলে তাদের ছেলে মেয়েগুলোর খোঁজ খবর নেওয়ার মতো তাদের কোন সময় থাকে না। এই সুযোগে ছেলে মেয়েগুলো মাদকের ছোবলে আক্রান্ত হয় এবং তাদের পরিবারসহ সমাজ, তারপর দেশটাকেও তারা আক্রান্ত করে ফেলে।

সুতরাং পরিবারের সতর্কতা জরুরী। একটা মাদক ব্যাবসায়ী যদি ইয়াবার ব্যাবসা করে, তিনি যদি সচেতন হয় তাহলে তিনি তার বাচ্চাদের কথা চিন্তা করে মাদক ব্যবসা ছেড়ে দিবেন। কেননা, তিনি ভাববেন একদিন তার বাচ্চারাও তো ইয়াবা সেবন করবে । তাই আমি মনে করি, মাদক থেকে দেশ, জাতি, সমাজ তখনই রক্ষা পাবে যখন প্রত্যেক মা বাবা এ ব্যাপারে সচেতন হবে।

পরিচিতি : চিত্র নায়ক/মতামত গ্রহণ : মো.এনামুল হক এনা/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়