শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেশিনের ব্যবহার বৃদ্ধি ও বিনিয়োগের অভাবে কমছে নতুন কর্মসংস্থান

পোশাকসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে মেশিনের ব্যবহার বৃদ্ধি ও বিনিয়োগের অভাবে কমছে নতুন কর্মসংস্থান। গত পাঁচ বছরে উৎপাদনশীল খাতে নতুন কর্মসংস্থান কমেছে প্রায় ৭ লাখ। আর চাকরি হারিয়েছে প্রায় ৩ লাখ। যার বেশিরভাগই পোশাক শ্রমিক। এমন তথ্য উঠে এসেছে গবেষণায়।

গত ৫ বছরে দেশে সামগ্রিকভাবে বেড়েছে নতুন কর্মসংস্থান। বেসরকারি গ‌বেষণা প্রতিষ্ঠান সিপিডির তথ্য বলছে, ২০১৩ সালে নতুন কর্মসংস্থান হয় ৫ কোটি ৮১ লাখ আর ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ কোটির কাছাকাছি।

বিশ্লেষকরা বলছেন, সামগ্রিকভাবে কর্মসংস্থান বাড়লেও পোশাক খাতের মতো উৎপাদনশীল খাতে এ হার কমছে। ২০১৩ সালে উৎপাদনশীল খাতে নতুন কর্মসংস্থান হয় ৯৫ লাখ। তবে ২০১৬-১৭ অর্থবছরে যার পরিমাণ ৮৮ লাখ। এজন্য মেশিনের ব্যবহার বাড়ার পাশপাশি বিনিয়োগের অভাবকেই দায়ী।

ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের হিসাবে, অটোমেশনের প্রভাবে, গত ৫ বছরে শুধু পোশাক খাতে চাকরি হারিয়েছে প্রায় ২ লাখ শ্রমিক। ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের দক্ষতা বাড়াতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসতে হবে।

পোশাক খাতের বেশিরভাগই নারী শ্রমিক। তাদের জায়গায় মেশিনের ব্যবহার বাড়ছে। ফলে এই খাতের অটোমেশনে শ্রমিকদের উপার্জনে বাধা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়