শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হ্যান্ডশেক’ না করায় মুসলিম মহিলাকে নাগরিকত্ব দেয়নি ফ্রান্স

ফ্রান্সের প্রশাসনিক আদালত এক আলজিরিয়ান মুসলিম মহিলার পাসপোর্টকে অস্বীকার করেছে। ফ্রান্সের স্থানীয় সংবাদ সংস্থাগুলোর তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার ফ্রান্সের এক নাগরিকত্ব অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন একজন মুসলিম আলজেরিয়ান মহিলা। তার এমন ইসলামী সৌজন্যতাই তার জন্য বিপদের কারণ হয়েছে বলে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো বরাতে জানাগেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের জুন মাসে ইজির-এর দক্ষিণ পূর্বাঞ্চলে এক নাগরিকত্ব অনুষ্ঠানে ওই মহিলা এক সিনিয়ার সভাপতির সঙ্গে ধর্মীয় বিধি নিষেধের কারণে হাত মেলাতে অস্বীকার করে। কারণ হিসেবে তিনি তার বক্তব্যে জানিয়েছেন, এই রীতি তার‘ধর্মীয় বিশ্বাসে’আঘাত হানছে। তাই, এই প্রথা আমাকে বিরত রেখেছে। বিষয়টি নিয়ে তিনি কতৃপক্ষের সাথে তর্কও করেন বিতর্কেও লিপ্ত হন।

ফ্রান্সের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাটির আচরণে এটাই স্পষ্ট যে, তিনি ফ্রান্সের সম্প্রদায়কে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারছেন না। তিনি ২০১০ সালে একজন ফ্রান্সের নাগরিককে বিয়ে করেছেন এবং সেই থেকে দেশটিতেই অবস্থান করছেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়