শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনাবসত ভূমিকম্পের ঘোষণা করেছিল চীন

আব্দুর রাজ্জাক : হঠাৎ দুটি শক্তিশালী ভূমিকম্পের ঘোষণা দেয় চীনা ভূমিকম্প প্রশাসন। কিন্ত তা বাস্তবে পরিণত না ঘটায় তারা দুর্ঘটনাবসত ঘোষণা দেয়া হয়েছিল বলে প্রশাসন পরে জানিয়ে দেয়। এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে তারা ত্যথটি প্রচারের জন্য দু:খও প্রকাশ করেছে।

বৃহস্পতিবার দিনের শেষে চিনের ওয়েবসাইটে ২টি তীব্র ভূমিকম্পের খবর প্রকাশিত হয়। প্রকাশ পেয়েছিল, রিখটার স্কেলে দুটি ভূমিকম্পেরই তীব্রতা ধরা হয়েছিল ৬.৫। প্রায় ১০ মিনিট অন্তর ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে পুরো দেশ। জিনজিয়াংয়ের পশ্চিম অঞ্চল ও ইউনানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভূমিকম্প হয় বলে খবরে প্রকাশিত হয়েছিল।

এক ঘণ্টা ধরে ওয়েবসাইটে এই তথ্যটি স্থায়ী হয়েছিল। তবে মাইক্রোব্লগে এখবর প্রকাশিত হয়নি। এখান থেকেই চিনের মানুষ ভূমিকম্পের খবর জানতে পারে। ওয়েবসাইটে এও প্রকাশ করা হয় যে, ভূমিকম্পের খবর প্রকাশ্যে আসা মাত্রই তারা জরুরি অবস্থায় যে সব প্রস্তুতি নিতে হয়, তা শুরু করে দিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাবশত ভূমিকম্পের ভুয়া খবর প্রকাশিত হয়েছিল। আর সেটি সংবাদমাধ্যম প্রচার করে। ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই ভুয়া খবর প্রকাশের পর প্রশাসন এর সঙ্গে সংযুক্ত সমস্ত বিভাগকে জানিয়ে দেয়।

উল্লেখ্য, চিনে যে এত বড় মাত্রায় ভূমিকম্প হয় না, তা নয়। এক দশক আগে সিচুয়ানের দক্ষিণে একটি ভয়ানক ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৯। এর ফলে দেশে প্রায় ৭০ হাজার মনুষের মৃত্যু হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়