শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৪৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ১ লাখ ৪০ হাজার পরিবার বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছে

বিদ্যুৎ বিল সময়মত পরিশোধ করতে না পেরে ব্রিটেনে অন্তত ১ লাখ ৪০ হাজার পরিবারের অর্ধেক খুব ঝুঁকির মধ্যে রয়েছে। মিরর এ প্রতিবেদনে বলছে, ব্রিটিশ পরিবারগুলোর মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে এ এক বাস্তবতা। তাদের খেয়ে পড়ে চলার মধ্যে বিদ্যুৎ বিল যে বাড়তি এক বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং বিদ্যু ও গ্যাস ছাড়া তারা কিভাবে চলবে সে নিয়েও বেশ দুশ্চিন্তা পেয়ে বসেছে। গত বছরে ১ লাখ ৪০ হাজার পরিবার কোনো বিদ্যুৎ বিল দিতে পারেনি।

সিটিজেন এ্যাডভাইস নামে একটি প্রতিষ্ঠান বলছে, অন্তত ১ লাখ ২০ হাজার পরিবার রয়েছে যাদের বিদ্যুৎ সংযোগ কেটে দিলে এসব পরিবারের সন্তানরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। যে সব পরিবারের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে তাদের ৫০ ভাগ পরিবারের কেউ না কেউ মানসিকভাবে অস্বস্তিতে ও ৩৩ ভাগ পরিবারে তরুণ সদস্য রয়েছে। মাত্র ৯ ভাগ পরিবার বিদ্যুৎ সংযোগ পেতে পুনরায় আলোচনা শুরু করেছে। অধিকাংশ পরিবার যারা বিদ্যুৎ বিল দিতে পারছেন না তারা অন্ধকারে রয়েছে এবং শীতে তাপমাত্রা যন্ত্র চালাতে পারবেন না। সিটিজেন এ্যাডভাইসের প্রধান নির্বাহিী গিলিয়ান গাই বলছেন, আলো ও তাপযন্ত্র ছাড়া এমন অসংখ্য পরিবারের জীবনযাত্রা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ সংযোগের বিষয়টি তাদের জন্যে স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। তাই বিকল্প বিদ্যুৎ সরবরাহ বা বিল পরিশোধের কোনো সহজ ব্যবস্থা করে দেওয়া যায় কি না তা নিয়ে ভাবার সময় এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়