শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন বৈঠক থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৫৮

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নড়াগাতী থানার খাশিয়াল থেকে গোপন বৈঠকের সময় কেন্দ্রীয় নেতাসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের ৫৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে আটক করা হয়। নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসান মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সাজিদুর রহমান, কালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দফতর সম্পাদক টিপু সুলতান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, কালিয়ার সাবেক শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আখিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জেলা বিএনপির সভাপতির বাড়িতে বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়