শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকির মুখে বেউথা ব্রীজ, ফসলি জমি ও বসতভিটা

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। বালুমহল হওয়া সত্ত্বেও নিয়মানুযায়ি বালু উত্তোলন না করায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব অপরদিকে হুমকির মুখে রয়েছে বেউথা ব্রীজ, নদী তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা। সরকার দলীয় প্রভাবশালী নেতাকর্মীরাই এ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছে।

সরেজমিনে গেলে জানা যায়, জেলা পরিষদের সদস্য আবুল বাশার,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা, প্রণয় কুমার তুষার নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন।আশেপাশের বিভিন্ন ডোবা নালা ভরাট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে। এ সকল ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে প্রতি বছর ভাঙ্গনে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা কোন কথা বলতে রাজি হননি। ড্রেজার চালানোর বিষয়ে প্রণয় কুমার তুষার বলেন ,আমার দুটি ড্রেজার চলে। আমি সরকারি টাকা পরিশোধ করেই ড্রেজার চালাই। তবে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। জেলা পরিষদের সদস্য আবুল বাশারের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) জেতি প্রু বলেন,বিভিন্ন সময় অবৈধ্য ড্রেজারের ব্যাপারে অভিযান চালানো হয়েছে। কোন সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে ড্রেজার চালানো নিষিদ্ধ। বেউথাতেও যেসকল অবৈধ্য ড্রেজার আছে তা উচ্ছেদ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়