শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে খালে বাঁধ নির্মাণ করে অবৈধ মৎস্য ঘের স্থাপন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ৩টি ইউনিয়নের একমাত্র পানি নিষ্কাশনে সরকারি খালে বাঁধ দিয়ে মৎস্য ঘের নির্মাণ করা হচ্ছে। যে কারণে আগামী বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগণের চরম দুর্ভোগ নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।

দ্রুত সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা না হলে জলাবদ্ধতা এমন আকার ধারণ করবে যে কবর দেওয়ারও স্থান খুঁজে পাওয়া যাবে না।

প্রাপ্ত লিখিত অভিযোগ ও সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে জানা গেছে, উপজেলার বেতাগা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ধনপোতা-মাসকাটা সরকারি খালটি পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত বাসস্ট্যান্ড হতে শুরু করে মাসকাটা সাব প্রজেক্ট হয়ে লখপুর ইউনিয়নের খড়িয়া বিলের মধ্যদিয়ে বটিয়াঘাটা উপজেলার আমেরপুর ইউনিয়নের মরা পশর নাদীতে গিয়ে মিশেছে। সরকারি এই নদীটির ধনপোতা-মাসকাটা নামক স্থানে জনগণ ও যানবাহন চলাচলের জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যায়ে ১টি ব্রীজ নির্মাণ করা হয়েছে।

কিন্তু দুঃখের বিষয় ব্রিজের পূর্ব ও পশ্চিমপার্শ্বে ধনপোতা গ্রামের ৭/৮জন ব্যাক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে যে যার মত ভেড়ি বাঁধ নির্মাণ করে মৎস্য ঘের তৈরীর কাজে ব্যস্ত রয়েছে। তারা সরকারি খালের অধিকাংশ স্থান দখল করে সেখানে বেড়ি বাঁধ নির্মাণ করায় ৩টি ইউনিয়নের একমাত্র পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসি অভিযোগ করে বলেছেন,৭/৮জন ভুমি দস্যু সরকারি খালে বেড়ি বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিচ্ছে। এতে তারা কিছুদিন লাভবান হলেও হাজার হাজার জনগণ ক্ষতিগ্রস্থ হবে। শুধু তাই নয়, শতশত মৎস্য ঘের, কৃষকের ক্ষেতের ফসল ঘরবাড়ি সব কিছু তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

তারা আরো বলেন, পিলজংগ, বেতাগা ও লখপুর ইউনিয়নের প্রায় ২৭টি গ্রামের সকল বৃষ্টির পানি এই ধনপোতা-মাসকাটা মরা নদী দিয়েই সরবরাহ হয়ে থাকে। কিন্তু সেই নদীটির মাঝ পথে বেড়ি বাঁধ দিয়ে আটকিয়ে রাখায় উপরের পানি সরবরাহ হতে পারবে না। আর পানি সরবরাহ হতে না পারলে আগামী বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ হলে তা নির্ঘাত বন্যার রুপ ধারণ করবে। ফলে জনগণের মাঠে মরে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। বেতাগা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ধনপোতা গ্রামের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন এর সাথে আলাপ করা হলে তিনি খাল দখলকারীদের উচ্ছেদ পূর্বক মরা খালটি পুনর্খননের জোর দাবি জানান।

এব্যাপারে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ধনপোতা-মাসকাটা খালের উপর নির্মিত ব্রিজের পার্শ্বে মরে যাওয়া খালে কয়েকজন ব্যাক্তি বেড়ি বাঁধ দিয়ে মৎস্য ঘের করার চেষ্টা চালাচ্ছে বলে তার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। যে বিষয়টি তিনি আমলে নিয়েছেন। অচিরেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের মৃত. মুনছুর আলী মোড়লের পুত্র মো. আলমগীর মোড়ল ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার ও একই দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং ১২এপ্রিল বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে জনস্বার্থে একটি লিখিত অভিযোগ দায়ের করেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়