শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ এপ্রিল ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল

জুয়াইরিয়া ফৌজিয়া : মিয়ানমারের রাখাইনে ২৫ আগষ্টের সহিংসতা শুরুর পর এই প্রথম রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ২৬ এপ্রিল ঢাকায় আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। ১৫ সদস্যের এই প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গাও শিবির পরিদর্শন করবে। একই সাথে এই দল বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে যাবে। প্রতিনিধি দলটি দুই দেশের সরকারের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ ১৫ দেশের প্রতিনিধি থাকবেন।

কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ছাড়াও এই প্রথমবার রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম সফর করবেন তারা।

এদিকে অভিবাসন বিশ্লেষকেরা বলছেন, সহিংসতার এতদিন পর গ্রামগুলোতে নির্যাতনের আলামত পাওয়া কঠিন।

তবে রোহিঙ্গা সংকট সমাধানে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা।

রাখাইনে সহিংসতা শুরুর পর বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এ নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখে। ঢাকা-নেপিদো চুক্তি হলেও প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। সম্প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়