শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী আজ ৩টি রিট্রিট সেশনে যোগ দেবেন

জান্নাতুল ফেরদৌসী: লন্ডন সফরে শুক্রবার কমনওয়েলথ সম্মেলনের ৩টি রিট্রিট সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের উইন্ডসর ক্যাসেলে হবে প্রথম সেশন।

একই স্থানে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টায় রিট্রিট সেশন টু ও থ্রী শিরোনামের আরও দুইটি আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

রাতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রীর ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের প্রথম এক্সিকিউটিভ সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য দেশগুলোর পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে কমনওয়েলথের সংস্কারের দাবি জানিয়ে এজন্য খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে একটা গ্রুপ তৈরিরও সুপারিশ করেছেন।

সদস্য দেশগুলোর পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে কমনওয়েলথের বিভিন্ন সংস্থার ভূমিকা ও কার্যক্রম পুর্ননির্ধারণ ও পুনর্গঠন করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে নির্ধারিত অর্জনে কমনওয়েলথ সচিবালয়ের আমূল পরিবর্তন এবং পূনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কমনওয়েলথের বিভিন্ন উদ্যোগ বাংলাদেশ নিবিড়ভাবে অনুসরণ করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিবের ঘোষিত ২০২০-২০২১ কৌশলগত পরিকল্পনার প্রশংসা করেন। একই সঙ্গে ২০৩০ উন্নয়ন এজেন্ডারও প্রশংসা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়