শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতি দূর করতে হবে’

মো. ইউসুফ আলী বাচ্চু : বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতিকে সমুলে দুর করতে হবে পাশাপশি সব রকম বৈষম্য দুর করতে হবে।

গতকাল বৃহস্পিতিবার সকালে প্রেসক্লাবে অটিজম ও সামাজিক বাস্তবতা উত্তরনে নাগরিক সমাজ ও গনমাধ্যমের ভুমিকা শীর্ষক আলোচনা সভায়, টিআইবির চেয়ারপার্সন ও তত্বাবাধয়ক সরকারের সাবেক উপদেষ্টা এড. সুলতানা কামাল এ কথা বলেন।

তিনি বলেন, সবক্ষেত্রে সমতা নিশ্চিত না করতে পারলে আইন করে কোন কাজে আসবে না এবং দুর্নীতিও কমবে না। দেশে শুধু অটিজম সমস্যা নয় বাংলাদেশের আইনে ১৩ ধরনের প্রতিবন্ধীর কথা রয়েছে। তারা যে দেশের বোঝা নয় তা সমাজকে, সমাজের মানুষকে বোঝাতে হবে। এই বিষয় সমাজকল্যান মন্ত্রনালয় কাজ করছে। কতটুকু কাজ করছে এবং প্রতিবন্ধীর জন্য কতটুকু জাতীয় বাজেটে বরাদ্ধ রয়েছে তা সবাইকে জানতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে মানবাধীকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তারপরও সরকারকে ২টি যায়গায় কাজ করতে হবে। বৃদ্ধ ও শিশু এবং প্রতিবন্ধীদেরকে নিয়ে।

কিন্তু বর্তমানে দেখছি অটিজমের উপর উপচে পড়া আগ্রহ। কিছু কিছু সংগঠন দেশের প্রথম সারির মন্ত্রীদের নিয়ে ৫ তারকা হোটেলে প্রেগ্রাম করে কিন্তু তাতে প্রতিবন্ধীদের লাভ কি। প্রতিবন্ধীদের জন্য কিছু করতে হলে সরকারকে যেমন বৈষম্য দুর করতে হবে তেমনি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়