শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার সঙ্গে দেখা করতে পারলেন না বিএনপির তিন নেতা

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে গিয়ে বিফল হয়ে ফিরে এসেছেন দলটির সিনিয়র তিন নেতা। কারা কর্তৃপক্ষের কাছ থেকে আগে সময় নিয়ে সাক্ষাতে গেলেও আইজি প্রিজন ঢাকার বাইরে থাকায় সাক্ষাতের সুযোগ দেয়া হয়নি বলে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছে। তবে রোববার নেতারা সাক্ষাতের সুযোগ পাবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গতকাল বিকাল তিনটায় পুরান ঢাকার নিজামউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। কারাগারের অভ্যর্থনা কক্ষে আধাঘণ্টা অপেক্ষা করে সাক্ষাতের সুযোগ না পেয়ে তারা বেরিয়ে আসেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম।
কারা কর্তৃপক্ষ প্রথমে গত পরশুদিন আমাদের সময় দিয়েছিল। সেটা বাতিল করে আজকে (বৃহস্পতিবার) সাক্ষাতের দিন নির্ধারণ করেছিল। সে অনুযায়ী আমরা আমাদের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ আজকেও সাক্ষাতের সুযোগ দেয়নি। তারা বলেছেন, সাক্ষাতের জন্য আজ সময় দেয়া যাচ্ছে না। মির্জা আলমগীর বলেন, কি কারণে আমাদের সাক্ষাৎ করতে দেয়া হলো না তা জানি না। তবে আমাদের বলা হয়েছে, আজকে আইজি প্রিজন ঢাকার বাইরে কাশিমপুর কারাগারে গেছেন। তাই দেখা করতে সময় দেয়া যাচ্ছে না। কারাফটকে দায়িত্বরত হাসান নামের এক কারা কর্মকর্তা জানান, আগামী রোববার বিএনপি’র সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারবেন। এর জন্য নতুন করে কোন অনুমতির প্রয়োজন হবে না।
এর আগে গত ২৯শে মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। ওইদিন থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে তাকে রাখা হয়েছে। মাঝে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়